দীর্ঘ প্রতীক্ষার পর ১৪ এপ্রিল সাতপাকে বাধা পড়লেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বহুল চর্চিত এই বিয়েতে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য, হাতে গোনা কয়েকজন আত্মীয়-স্বজন ও বর-কনের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।
পাঞ্জাবি মতে বিয়ে করেন রণবীর-আলিয়া। বিয়ের সেই অনুষ্ঠানকে মজাদার করে তুলেছিলেন ভাট পরিবারের মেয়েরা। ঐতিহ্য বজায় রেখে বর রণবীরের জুতা চুরি করেছিলেন অভিনেতার শ্যালিকারা। সেটি ছাড়িয়ে নিতে নতুন জামাইবাবুর কাছে শ্যালিকাদের দাবি ছিল সাড়ে ১১ কোটি টাকা!
এ নিয়ে বহু তর্ক-বিতর্কের পর শ্যালিকাদের হাতে একটি খাম ধরিয়ে দেন রণবীর। তবে তাতে সাড়ে ১১ কোটির জায়গায় ছিল মাত্র এক লাখ টাকা। যা শ্যালিকাদের চাহিদার তুলনায় অনেক অনেক কম। রণবীর-আলিয়ার বিয়ে পড়ানোর দায়িত্বে থাকা পুরোহিত রাজেশ শর্মার বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।
যদিও শ্যালিকাদের কাছ থেকে নিজের জুতা বাঁচানোর জন্য রণবীর কত টাকা খরচা করবেন, তা বিয়ের আগেই ঠিক করে রেখেছিলেন অভিনেতা। সেই অংকটা এক লাখই ছিল। বিয়ের দিন ওই টাকা দিয়েই আলিয়া ভাটের ‘গার্ল গ্যাং’-এর হাত থেকে জুতা ছাড়িয়ে নেন ‘রকস্টার’ তারকা।
২০১৮ সালের শুরুতে অয়ন মুখার্জীর পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শুরু করেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ওই প্রথম কোনো ছবিতে জুটি বাঁধেন তারা। সেখান থেকেই মন দেওয়া-নেওয়া। পাঁচ বছরের প্রেম। সেই প্রেমই ১৪ এপ্রিল রূপ নিল পরিণয়ে।