ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে দুই বিমানের মধ্যে ধাক্কা লাগার ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় উড়োজাহাজ দুটি।তবে এখন বিমান দুটি ওড়ার জন্য প্রস্তুত। বিমান বাংলাদেশ এয়ারলাইনস বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত ১০ এপ্রিল দুপুরে বিমানবন্দরের হ্যাঙ্গারের ভেতরে প্রবেশ করানো হচ্ছিল বিমানের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি।ওই সময় আগে থেকেই সেখানে থাকা বোয়িং ৭৩৭ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের।
এতে ৭৭৭ উড়োজাহাজের র্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বাম দিকের আনুভূমিক স্ট্যাবিলাইজারের কোনার অংশ ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, বিমানের প্রকৌশলীদের চেষ্টায় এবং উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের সহায়তায় খুব কম সময়ের মধ্যে উড়োজাহাজ দুটিকে ওড়ার জন্য প্রস্তুত করা হয়েছে।ধাক্কা লাগার ঘটনাটি তদন্ত চলছে।
সূত্র : যুগান্তর