ট্রেনের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাতে থাকা শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা, মেয়ে ও নাতি রয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-উত্তর ও দক্ষিণাঞ্চল রেললাইনের উপজেলার হাতিয়ার অরক্ষিত রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক তায়েবুল জেলার ঘাটাইল উপজেলার কদমতলীর গারট্ট গ্রামের হামিদ মিয়া (৫৫) ও তার মেয়ে তাহমিনা (২৫) এবং এক বছর বয়সী নাতি তাওহিদ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, নিজের ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে তায়েবুল হোসেন কালিহাতীর হাতিয়া মেয়ের শ্বশুরবাড়ি থেকে তার মেয়ে ও নাতিকে নিয়ে নিজ বাড়ি ঘাটাইল উপজেলার গারট্ট গ্রামের উদ্দেশে রওনা হন।

হাতিয়া রেল ক্রসিং এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের ধাক্কায় তাদের ব্যাটারি চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তায়েবুল ও শিশু তাওহীদের মৃত্যু হয়। আহত অবস্থায় তাহমিনাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম বলেন, ট্রেনে ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। দুইজন ঘটনাস্থলে আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।