টানা পাঁচ দিন ধরে করোনাভাইরাসে মৃত্যুহীন ধারা অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কেউ মারা যাননি। এতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জনে স্থির রয়েছে। গত এক দিনে আরও ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি করোনা পরীক্ষাগারে চার হাজার ৪১৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট চার হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৫৩৫টি। পরীক্ষায় আরও ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ২৩ জন।
অধিদফতরের তথ্যমতে, মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৫৯৩ জন পুরুষ (৬৩ দশমিক ৮৪ ভাগ) ও ১০ হাজার ৫৩০ জন নারী (৩৬ দশমিক ১৬ ভাগ)। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬১০ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা দশমিক ৬২ ভাগ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৯ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।
২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারিতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।