একসঙ্গে গাইলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর ও হিরো আলম

শুক্রবার কলকাতা গিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। কেন গিয়েছেন? এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন ভক্তরা। জবাব দেননি, বারবার বলেছেন চমক অপেক্ষা করছে। কী সেই চমক? শনিবার (৯ এপ্রিল) দুপুরে কালের কণ্ঠকে জানালেন চমকের কথা।

আশরাফুল আলম ওরফে হিরো আলম কলকাতা থেকে ভিডিও কল দেন। দেখা যায়, একটি স্টুডিওর ভেতর গাইছেন হিরো আলম, পাশে গাইছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর।

কালের কণ্ঠকে হিরো আলম বললেন, ‘আমি কলকাতায় এসেছি ভুবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেক দিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সব কিছু চূড়ান্ত হওয়ার পর কলকাতায় এলাম। এই যে এখন লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে, গান রেকর্ডিং করছি। ‘

ভুবন বাদ্যকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলম বলেন, ‘দুইজন দুই বাংলার ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি; এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে। গানের নাম হাউ ফানি। ’

গানটি লিখেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছে যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ জানা গেছে, গানের ভিডিও নির্মাণ হবে, এটি পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।