গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) দাম নির্ধারণ করে দেওয়ায় আন্দোলনে নেমেছেন মাংস ব্যবসায়ীরা। দাম প্রত্যাহার না করা হলে মাংস বিক্রি করবেন না বলে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) থেকে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন সমিতির নেতারা। এর আগে বুধবার রাত ১টার দিকে জরুরি বৈঠক শেষে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা এ ঘোষণা দেন।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক জানিয়েছেন, মহানগর এলাকায় সিলেট সিটি কর্পোরেশন গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। এর চেয়ে বেশি দাম রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। এই দামে মাংস বিক্রি করে আমাদের পুঁজি তোলা সম্ভব হচ্ছে না। উল্টো আরও লোকসান হচ্ছে।

তিনি আরও বলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে এক মাস থেকে আমরা গরু-ছাগলের মাংসের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছি। তারপরও সর্বশেষ সিসিক কর্তৃক ধার্যকৃত দামের কারণে বাধ্য হয়ে আজ থেকে গরু-ছাগলের মাংস বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হচ্ছে।