‘কাঞ্চন-নিপুণ যা করল তা ইতিহাস হয়ে থাকবে’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন ১৮৪ জন। তাদের মধ্যে সদস্যপদ ফিরে পেয়েছেন ১০৩ জন। এই ১০৩ জন সদস্য আবারও ভোটাধিকারসহ শিল্পী সমিতির অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য হলেন। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, ১৮৪ জনের মধ্যে ২০ জন মারা গেছেন, বাকি সদস্যদের খোঁজখবর এখনও পাওয়া যায়নি।

পদ হারানোদের পদ ফিরিয়ে দেয়ার জন্য আদালতের আদেশ এসেছিল ফেব্রুয়ারি মাসেই। সেই আদেশের বলেই বুধবার শিল্পী সমিতির সদস্যদের তালিকায় যুক্ত করা হলো। পদ ফিরে পাওয়ায় কাঞ্চন-নিপুণ ও তাদের নেতৃত্বের কমিটিকে ধন্যবাদ জানাচ্ছেন শিল্পীরা।

পদ ফেরত পাওয়াদের দলে থাকা একজন অভিনেতা শান আরাফ। ভোটাধিকার ফেরত পাওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক আনন্দের খবর। এর মাধ্যমে প্রমাণ হলো আমাদেরকে সহযোগী সদস্য করা জায়েদ খানের ভুল সিদ্ধান্ত।

সে অন্যায়ভাবে আমাদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। আজ কাঞ্চন-নিপুণ এসে যা করলো তা ইতিহাস হয়ে থাকবে। এই ১০৩ জন শিল্পীর ভালোবাসা ও দোয়া তাদের প্রতি আজীবন থাকবে।’