পেটের তাগিদে প্রতিদিনই ভিক্ষার জন্য রাস্তায় বের হতে হয় ভিক্ষুকদের। সারা বছর তারা ভালো খাবার বা আনন্দ উপভোগ করার পরিবেশ পায় না। সমাজের এ অবহেলিত মানুষগুলোর দিকে এবার মমতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা ‘ক’ জন নামে শেরপুরের একটি সংগঠন।
শুধু তাই নয়, রঙিন কার্ড ছাপিয়ে ভিক্ষুকদের জন্য ভিক্ষা বিলাস নামে পিকনিকের আয়োজন করেছে সংগঠনটি। ব্যতিক্রমী এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন নানা শ্রেণিপেশার মানুষ।
গেল ২২ মার্চ শেরপর সদরের বাজিতখিলা এলাকার গোল্ডেন ভ্যালি পার্কে আয়োজন করা হয় এ পিকনিকের। দিনব্যাপী ভিক্ষুকরা কষ্টের কথা ভুলে গিয়ে মেতে ওঠে আনন্দে।
দুপুরে পোলাও, মাংস, ডিমসহ নানা স্বাদের খাবার খেয়ে তারা অংশ নেয় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।ভিক্ষুক লাল বানু বলেন, পিকনিকে আইসা আমরা অনেক খুশি। এর আগে, আমগরে লইয়া কেউ এই রকম আয়োজন করে নাই।
আরেক ভিক্ষুক নয়ন মিয়া বলেন, পার্কে আইসা আমাগো অনেক ভালো লাগছে। এহানের পরিবেশ খুব সুন্দর। ভাইয়েরা আমাগো এহানে নিয়া আইছে আমরা সবাই মিইলা ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া করছি। খুব আনন্দ পাইছি।
ভিক্ষুকদের জন্য ব্যতিক্রম এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নানা শ্রেণিপেশার মানুষ। শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, ভিক্ষুকদেরও ভালো খাবার খেতে ও আনন্দ করতে ইচ্ছা করে। কিন্তু সামর্থ্য না থাকায় তারা সে ইচ্ছা পূরণ করতে পারে না। আমরা ‘ক’ জন সংগঠনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
আমরা ‘ক’ জন সংগঠনের সদস্য কায়সার মাহমুদ রাজু বলেন, ভিক্ষুকরা সমাজে সবচেয়ে অবহেলিত। ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ভালো খাবার খেতে কিংবা আনন্দ করতে পারে না। আমার সেই চিন্তা থেকেই ভিক্ষুকদের জন্য ছোট পরিসরে এ পিকনিকের অয়োজন করেছি। এবার ৬০ জন ভিক্ষুক এ আয়োজনে অংশ নিয়েছে। এখন থেকে প্রতি বছর এ ধরনের আয়োজন করার চেষ্টা করব।