বলিউড ও টলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। তার অভিনয় দেখে মুগ্ধ হতো সবাই। সেই মৌসুমী মুগ্ধ বলিউডের বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে। টুইট করে সে কথা জানিয়েও দিয়েছেন।
মঙ্গলবার সিনো হলে গিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখেন বর্ষীয়ান এই অভিনেত্রী। ওই দিনই রাতে টুইটে লেখেন, ‘বহু বছর পরে ছবি দেখতে প্রেক্ষাগৃহে পা রাখলাম। বিবেক অগ্নিহোত্রীর ছবিটি দেখে মুগ্ধ।’
সেই মুগ্ধতার জেরেই মৌসুমী প্রত্যেককে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন। তার মতে, ১৯৯০ সালে যা ঘটেছিল সেই সত্য ঘটনা পরিচালক ছড়িয়ে দিয়েছেন ছবির প্রতিটি দৃশ্যে। যা দেখে চোখ ভিজেছে তার।
নায়িকার বক্তব্য, ‘করজোড়ে সবাইকে ছবিটি দেখতে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। কারণ, ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে আমার মনে হয়েছে, এটি শুধুই ছবি নয়। দেশের প্রামাণ্য ইতিহাস। নিজের দেশকে, নিজের অতীতকে জানতে গেলে এই ছবিটি দেখা অত্যন্ত জরুরি।’
‘দ্য কাশ্মীর ফাইলস’কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ছবি বলে ইতোমধ্যে দাগিয়ে দিয়েছেন অনেকেই। অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় সেই দলেরই রাজনীতি করেন। তাই নায়িকার টুইটের জবাবে অনেকেরই মন্তব্য, মৌসুমী এই ছবি দেখার জন্য সবাইকে অনুরোধ করবেন, এটাই স্বাভাবিক।
তবে শুধু মৌসুমী নয়, ভারতীয়দের ‘দ্য কাশ্মীর ফাইল’ দেখার অনুরোধ জানিয়েছেন অভিনেতা আমির খানও। তিনি মনে করেন, যারা মানবতায় বিশ্বাসী তাদের মন ছুঁয়ে যাবে এই ছবি। পাশাপাশি তিনি ছবির দুই প্রধান চরিত্র অনুপম খের ও মিঠুন চক্রবর্তীর অভিনয়ের প্রশংসাও করেন।