নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যরবাজার হারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে খায়রুন ফাতেমা। ট্রেনিংয়ের জন্য যাচ্ছিলেন মুন্সিগঞ্জে। রোববার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় লঞ্চডুবিতে নিখোঁজ হয়েছেন তিনি।
লঞ্চডুবির খবর পেয়ে সেখানে ছুটে যান খায়রুন ফাতেমার স্বামী আবু তাহের। তবে রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্ত্রীর কোনো খোঁজ পাননি তিনি। কাঁদতে কাঁদতে যেন চোখের পানি শুকিয়ে গেছে তাহেরের। রাতে বাকরুদ্ধ হয়ে বসে আছেন নদীপাড়ে।
আবু তাহের জাগো নিউজকে বলেন, ‘আমাদের দুটি ছেলে সন্তান রয়েছে। এখন তাদের আমি কীভাবে সান্ত্বনা দেবো। ঘাতক জাহাজ যে তাদের মাকে কেড়ে নিলো।’
তিনি বলেন, ‘আমার স্ত্রী স্কুলশিক্ষিকা। সে সবসময় পর্দা করে চলাফেরা করতো। আমার সুখের সংসার ছিল। স্কুলেরই একটি ট্রেনিংয়ের জন্য সে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল।’
রোববার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ ‘এমভি রূপসী-৯’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল আশরাফউদ্দিন’ ডুবে যায়। লঞ্চে ৪০-৫০ জন যাত্রী ছিল। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, সন্ধ্যায় মুন্সিগঞ্জের গজারিয়া হোসেন্দি এলাকা সংলগ্ন মেঘনা থেকে ঘাতক জাহাজটিকে আটক করে গজারিয়া কোস্টগার্ড ও নৌ-পুলিশ।
সূত্র : জাগো নিউজ