একসাথে নেচে মাতাবেন ইমন-দীঘি

বাংলা চলচিত্রের অন্যতম নায়ক ইমন এবং চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করলেও একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি তাদের। এবার একসঙ্গে দেখা মিলবে। তবে কোন সিনেমায় নয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চ মাতাবেন এই যুগল।

আগামী ২৩ মার্চ বসবে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান-২০২০। এর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে ইমন-দীঘি ছাড়াও অংশ নেবেন নেবেন—রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস।

তাদের সঙ্গে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়কদের দেখা যাবে। আর এ প্রজন্মের শিল্পীদের মধ্যে রয়েছেন— ইমন-দীঘি, সাইমন-তমা, পূজা চেরীসহ বেশ কয়েকজন। জাতীয় এ আসরে প্রথমবারের মতো পারফর্ম করবেন ইমন-দীঘি ও পূজা।

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘‘আমি ও দীঘি ‘রঙিলা রঙিলা’ ও ‘সুজন সখী’ গানে নাচবো। প্রথমবারের মতো এমনভাবে আমরা জুটি হয়ে আসছি।’’

মূল আয়োজনে উপস্থাপনার দায়িত্বে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান দুই বর্ষীয়ান তারকা আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সর্বোচ্চ ১১টি পুরস্কার জিতে নিয়েছে। ৮টি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’।