ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, আরও ৩-৪ দিন চলবে তাপদাহ

এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শীতের আবহ কাটিয়ে বসন্তের মিষ্টি হাওয়ার দিন না যেতেই শুরু হওয়া আচমকা গরমে নাকাল দেশের মানুষ। আরো তিন-চার দিন থাকতে পারে চলমান তাপদাহ।

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, চলমান তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। দুই-তিন পর এই তাপপ্রবাহ সহনীয় হয়ে আসবে বলে জানান তিনি।

এদিকে, ভারতের আবহাওয়া অধিদপ্তর বছরের প্রথম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে। ভারত মহাসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জ হয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আঘাত করতে পারে।

আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সন্দ্বীপ ও সীতাকুন্ড উপজেলা এবং ঢাকা, টাঙ্গাইল,ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, চাঁদপুর, সিলেট, পাবনা, রাজশাহী, বগুড়া জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩৪ দশমিক ৬, চট্টগ্রামে ৩২ দশমিক ৮, সিলেটে ৩৭ ডিগ্রি, রংপুরে ৩৫ দশমিক ৭, খুলনায় ৩৬ দশমিক ২ এবং বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সূত্র : বিডি-প্রতিদিন