অ্যান্টার্কটিকা অভিযাত্রী স্যার আর্নেস্ট শ্যাকলটনের হারিয়ে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। ‘এন্ডুরেন্স’ এর নিমজ্জিত হওয়া ছিল এ পর্যন্ত বিশ্বের অনাবিষ্কৃত সবচেয়ে আলোচিত জাহাজডুবির ঘটনাগুলোর একটি। গত সপ্তাহান্তে ওয়েডেল সাগরের তলায় এর ভগ্নাবশেষ পাওয়া গিয়েছে।
১৯১৫ সালে সামুদ্রিক বরফের চাপে চূর্ণ হয়ে জাহাজটি ডুবে গিয়েছিল। শ্যাকলটন এবং তার সঙ্গীরা পায়ে হেঁটে এবং ছোট নৌকায় বিস্ময়করভাবে বিপদ পাড়ি দিয়ে বেঁচে যান।
অনুসন্ধানকাজের ভিডিওতে দেখা যায়, নিমজ্জিত এন্ডুরেন্স বেশ ভালো অবস্থায়ই আছে। এক শতাব্দীরও বেশি সময় ধরে সাগরের ৩ কিমি গভীরে ডুবে থাকার পরও দেখতে ঠিক ১৯১৫ সালের নভেম্বরের দুর্ঘটনার দিনের মতোই লাগছে। এর কাঠের কাঠামো কিছুটা জীর্ণ হলেও এখনো একসঙ্গে যুক্ত রয়েছে। জাহাজের নামটিও স্টার্নে স্পষ্টভাবে দৃশ্যমান।
সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ মেনসুন বাউন্ড বলেন,‘কোনও অতিরঞ্জন ছাড়াই বলতে পারি এটি এখন পর্যন্ত আমার দেখা সাগরতলে সবচেয়ে ভালোভাবে সুরক্ষিত কাঠের জাহাজ’। বাউন্ড জাহাজটির আবিষ্কার অভিযানে যুক্ত ছিলেন। এটি খুঁজে পাওয়া তার প্রায় ৫০ বছরের ক্যারিয়ারের একটি স্বপ্ন ছিল। সূত্র: বিবিসি