ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা নয়

হুইল চেয়ার কেনার সামর্থ্য নেই, তাই অসুস্থ স্বামীকে পিঠে নিয়ে ঘুরে বেড়ান একজন নারী। না, কোনো সিনেমার গল্প নয়। পাঁচ বছর ধরে নিয়মিতই এই কাজটি করে যাচ্ছেন মিশরের হেবা আল সাঈদ নামের এই নারী। কিডনিসহ নানান ধরনের জটিল রোগে আক্রান্ত হেবার স্বামী খালেদ। হাঁটাচলাও করতে পারেন না। ততে কি? হেবা তাকে পিঠে করে নিয়ে যান ঘরের বাইরে।

হেবা বলেন, প্রথমবার আমি যখন তাকে পিঠে করে বাইরে যাওয়ার প্রস্তাব দেই, সে রাজি হয়নি। বলেছিল, মানুষ কি বলবে। আমি বলেছিলাম, মানুষের কথায় কি আসে যায়।

তবে দীর্ঘ দিন স্বামীকে পিঠে বহন করায় হেবার মেরুদন্ডে সমস্যা দেখা দিয়েছে। ডাক্তার বলেছেন, ভারি কিছু পিঠে না নিতে। উত্তরে হেবা বলেছিলেন, আমি ভারি কিছু পিঠে নেই না। আমি আমার স্বামীকে পিঠে নেই।

হেবা শুধু স্বামীকেই পিঠে নেন তা নয়, স্বামী কাজ করতে পারেন না বিধায় তাকে সংসারের ভারও বহন করতে হয়। পেনশনের সামান্য কিছু টাকা আর রাস্তার পাশ থেকে সংগ্রহ করা প্লাস্টিক ও কার্ডবোর্ড বিক্রি করে সংসার চালান তিনি।

তবে এত কষ্টের পরও স্বামীকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারেন না হেবা। বলেন, কেবলমাত্র মৃত্যুই তাদের আলাদা করতে পারে।

বিভিন্ন গণমাধ্যমে হেবার এই গল্প ছড়িয়ে পড়লে অনেকেই তাদের সাহায্যে এগিয়ে আসেন। এখন আর স্বামীকে পিঠে বহন করতে হয় না হেবার। মানুষের কাছ থেকে পাওয়া হুইল চেয়ারেই এখন স্বামীকে বাইরে নিয়ে যান তিনি। হেবা শিখিয়েছেন, ভালোবাসা মানে শুধু মিষ্টি কিছু কথা নয়। ভালোবাসা মানে পাশে থাকা, দেখে রাখা।