টিকটক লাইকির মতো অনলাইন অ্যাপসে দেশের যুবসমাজ ও শিশু-কিশোররা আসক্ত হয়ে পড়ছে। রাজাবাড়ীর কালুখালি উপজেলার কালিকাপুর রেল ব্রিজের ওপর টিকটিক ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃ;ত্যু হয়েছে।
বুধবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ওই ব্রিজে এ ঘটনা ঘটে।নি;হ;ত কিশোর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ গ্রামের মো. রেজাউল হোসেনের ছেলে আলহাজ হোসেন (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে আলহাজ হোসেন বন্ধুদের সঙ্গে টিকা নিতে গিয়েছিল পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। এ সময় টিকা নিয়ে সেখান থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে কালিকাপুর ব্রিজে ঘুরতে যায়।
পরে সে ব্রিজের ওপর উঠে মোবাইল দিয়ে টিকটিক ভিডিও করার জন্য শুটিং শুরু করে। এ সময় রাজবাড়ীগামী একটি ট্রেন এলে আলহাজ হোসেন তা লক্ষ্য করেনি। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃ;ত্যু হয়। ঘটনার পরপরই তার সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার ম;রদে;হ ব্রিজ থেকে নিচে নামিয়ে এনে পুলিশকে সংবাদ দেয়।