বগুড়ার আদমদীঘির সান্তাহারে গৃহবধূ মেরিনা আক্তার স্বামীর পাঁচ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। মেরিনা আক্তার সান্তাহার পৌর শহরের কাজিপুর গ্রামের মশিউর রহমানের স্ত্রী। এ ঘটনায় বুধবার দুপুরে ভুক্তভোগী স্বামী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, ২০০৫ সালে মোতাবেক মেরিনা আক্তার ও মশিউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।২০২১ সালের ২৯ আগস্ট মেরিনা তার স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। চলতি বছরের ১২ জানুয়ারি দুই ছেলেকে দেখতে আসে তালাকপ্রাপ্তা স্ত্রী।
এসময় তার স্বামীকে বলেন, আমি তোমার কাছে ফিরতে চাই, আগের স্বামীকে তালাক দিয়েছি। সন্তান দুটির ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে ফের বিয়ে করে বাড়িতে তোলেন মশিউর। এর ৫ দিন পর সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আলমারি থেকে দেড় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সে।
মশিউর রহমান আরও জানায়, আমার ছোট ছেলে আমাকে মুঠোফোনে জানালে বাড়িতে এসে আমার স্ত্রীকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে আমার বাড়ির মুঠোফোনে এক অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। সেই ফোন কলের সূত্র ধরে এক ব্যক্তির ওপর সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি থানা পুলিশকে অবগত করি।
অবশেষে বুধবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। গৃহবধূ মেরিনা আক্তারের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, ওই গৃহবধূর স্বামী একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র : বিডি প্রতিদিন