আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারও নির্বাচনে লড়বেন বর্তমান সমিতির সভাপতি খল অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।
প্রথমবারের মতো এবার এই নির্বাচনে সভাপতি পদে লড়বেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার প্যানেলের সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ। এই প্যানেলে যুক্ত হয়েছেন চিত্রনায়ক সাইমন, ইমন, রিয়াজ ও ফেরদৌস।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রচারণার সময় সাধারণ সদস্য পদ স্থগিত হওয়া শিল্পীদের সঙ্গে সংগতি জানাতে গিয়ে কেঁদে ফেলেন সহ-সভাপতি পদের প্রার্থী চিত্রনায়ক রিয়াজ। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গতকাল সোমবার এফডিসিতে এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে তার কান্না করার বিষয়টি নিয়ে কটাক্ষ করছেন বেশিরভাগ মানুষ। সিনেমার সংশ্লিষ্ট অনেকেই রিয়াজের কান্নাকে ‘নাটক’ বলেও তাচ্ছিল্য করেছেন।মঙ্গলবার সাংবাদিকদের কাছে নিজের সমালোচনা নিয়ে মুখ খুললেন রিয়াজ।
তিনি বলেন, ‘একজন মানুষের মধ্যে সহজাত যে আবেগ থাকে, সেটা আমাদের মাঝেও আছে।
আমার মা মা;রা যাওয়ার পর যখন কাঁদছিলাম তখনও অনেকের মনে হয়েছিল, এটা হয়তো অভিনয়। এটা আমি ফেস করেছি বিগত দিনে। এটা শিল্পীদের একটি চিরায়ত ব্যাপার।’
রিয়াজ বলেন, ‘একজন সত্তরোর্ধ বৃদ্ধ, ষাটোর্ধ নারী, যাদের সদস্যপদ বাতিল হয়েছে, তারা আমাদের সঙ্গে সঙ্গে নির্বাচনী গানের তালে নাচছিলেন।
এই মানুষগুলোর খুব বেশি চাওয়া-পাওয়া নেই। তাদের আনন্দ দেখে এবং তাদের সদস্যপদ বাতিলের বিষয়টি জেনে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেই আবেগকে নিয়ে যারা ট্রল করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। ’