১৮ কোটি বছরের পুরানো একটি সি ড্রাগনের জীবাশ্ম উদ্ধার করেছে ব্রিটেনের একদল বিজ্ঞানী। ইস্ট মিডল্যান্ড থেকে উদ্ধারকৃত ফসিলটি এরই মধ্যে সৃষ্টি করেছে বিস্ময়।
সামুদ্রিক ড্রাগনের এখনও পর্যন্ত উদ্ধারকৃত ফসিলগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন ও পূর্ণাঙ্গ- এমনটিই বলছেন গবেষকরা। ডলফিন আকৃতির এই প্রাণীটির জীবাশ্ম লম্বায় ৩৩ ফুট। আর ওজন অন্তত ১ টন। যদিও প্রাণীটির মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা।
২৫ কোটি বছর থেকে ৯ কোটি বছর আগে পর্যন্ত পৃথিবীতে প্রাণীটির অস্তিত্ব ছিল। দানবাকৃতির শারীরিক গঠন ও বিশাল দাতের জন্য এটি সি ড্রাগন নামে পরিচিত।