আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মকর। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও চন্দ্র। ১১ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর চন্দ্রর প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা : ২, ১১, ২০, ২৯। আপনার শুভ বর্ণ : নীল ও সাদা। শুভ গ্রহ ও বার : শনি ও সোম। শুভ রাত : নীলা ও মুক্তা। আজকের দিনের শুভ রং : আজ আপনার জন্য নীল ও সাদা রং সৌভাগ্য বয়ে আনবে।
সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম : সকাল: ৬:৫৪-৭:৩৬, ৮:২০-১১:৫২ সন্ধা: ৫:৩৪-৯:০৫, ১০:০০-১২:৪০ এর মধ্যে।
চন্দ্রের অবস্থান ঃ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে। ৯মী তিথি সন্ধা: ৫:৪৫ পর্যন্ত পরে ১০মী তিথি চলবে।
আজকের দিনের পরিত্যাজ্য খাদ্য : সন্ধা: ৫:৪৫ এর মধ্যে লাউ পরে কলমিশাক খাওয়া নিষেধ।
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) : মেষ রাশির জাতক জাতিকার ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিন। জীবনে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে আজ। কর্মক্ষেত্রে জটিল কোনো সমস্যার সমাধান করতে পারবেন। ব্যবসায়ীক সিদ্ধান্ত পরিবর্তনের মাধ্যমে অব্যাহত লোকসান থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা প্রবল। আর্থিক জটিলতা কাটিয়ে পারিবারিক ও ব্যক্তি জীবনে সুখশান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : বৃষ রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক বাণিজ্যের জন্য বলবান। প্রবাসীদের কর্মজীবনে অপ্রত্যাশিত উন্নতির সুযোগ আসবে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সীর ব্যবসায় সফল হতে পারবেন। ব্যবসায়ীক উন্নতির ধারা বজায় রাখতে নতুন করে বিনিয়োগ করতে হবে। পারিবারিক ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ব্যবসা বাণিজ্যে সফলতার। বকেয়া টাকা পয়সা আদায়ের জন্য চাপ দিতে হবে। বন্ধুর সহায়তায় ঠিকাদারী ব্যবসায় নতুন কাজ পাওয়ার সম্ভাবনা। বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে পারে। চাকরিজীবীদের চলমান আর্থিক জটিলতা ধীরে ধীরে দূর হওয়ার আশা।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : কর্কট রাশির জাতক জাতিকার কর্মজীবনে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটবে। পদস্ত কর্মকর্তার সাহায্যে পছন্দের স্থানে বদলীর চেষ্টা হবে সফল। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে আজ সফল হবেন। আপনার বিরুদ্ধে করা ষঢ়যন্ত্রর পর্দা ফাঁশ হয়ে যাবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য ছাড়া আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হবেন না।
সিংহ রাশি (২১ জুলাই- ২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির দিন। বিদেশে উচ্চ শিক্ষার চেষ্টায় হবেন সফল। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হতে পারবেন। আমদানী রপ্তাণী বাণিজ্যে আজ ব্যস্ততা বৃদ্ধি পাবে। জীবীকার জন্য বিদেশ যাত্রার দিন। পারিবারিক জীবনে মায়ের সাহায্য পেতে পারেন। গৃহে কোনো আধ্যাত্মীক ব্যক্তির আগমন হতে চলেছে।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক ঝুঁকির। আজ শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে হতে হবে সতর্ক। তাড়াহুড়া করে বা অন্যকারো পরামর্শে শেয়ার কোনাবেচা করতে যাবেন না। রাস্তাঘাটে সতর্ক হতে হবে। পুলিশী হয়রাণি বা জটিলতা থেকে সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্যে আপনাকে সতর্ক হতে হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) : তুলা রাশির জাতক জাতিকার দিনটি পারিবারিক জীবনে অগ্রগতির। ব্যবসায়ীক কাজে অপ্রত্যাশিত কোনো অগ্রগতি হবে। নতুন ব্যবসায়ীক চুক্তি করার সুযোগ আসবে আপনার। ব্যবসা বাণিজ্যে প্রভাবশালী কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাওয়ার আশা।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) : বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি সকল কাজেই অপ্রত্যাশিত জটিলতার। কর্ম ক্ষেত্রে সহকর্মীদের সাথে দেখা দেবে মনমালিণ্য। ব্যবসায়ীক কাজে আজ আপনাকে দৃঢ় মনোবল রাখতে হবে। কারো সাথে তর্কে বা বিরোধে জড়ানোটা ঠিক হবে না।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : ধনু রাশির জাতক জাতিকার দিনটি রোমান্টিক সম্পর্কে অগ্রগতির। মিডিয়া ব্যবসায়ীদের আজ ভালো আয় রোজগার হতে পারে। সন্তানের সাথে মনমালিণ্য এড়িয়ে চলতে হবে। শিল্পী ও কলাকুশলীদের আজ ভাগ্য উন্নতির সুযোগ আসতে চলেছে। নিজের মেধা দিয়ে সকল কাজ সম্পন্ন করতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) : মকর রাশির জাতক জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। প্রভাবশালী আত্মীয়র সাহায্য পাওয়ার আশা। কর্মক্ষেত্রে সফল হতে পারবেন। গৃহস্থালী প্রয়োজনে কিছু অর্থ ব্যয় করতে পারেন। মাতৃস্থাণীয় কারো শারীরিক অবস্থার অবনতি হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) : কুম্ভের জাতক জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগে অগ্রগতির। সাংবাদিক ও মিডিয়াকর্মীদের কাজে অগ্রগতি হবে। অপ্রত্যাশিত কোনো ভালো সংবাদ পাবেন। আর্থিক ক্ষেত্রে ছোট ভাই বোনের সাহায্য লাভের আশা। পাড়া প্রতিবেশীর কোনো সঙ্কটে পাশে দাড়াতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : মীনের জাতক জাতিকার দিনটি বকেয়া অর্থ প্রাপ্তির। ব্যবসায়ীক ভাবে আজ ভালো লাভ হতে পারে। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ে অগ্রগতি। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে। ফাষ্ট ফুড ব্যবসায়ীদের ব্যবসায় জটিলতা দেখা দিতে পারে। কারো সাথে নতুন ব্যবসায় বিনিয়োগে না যাওয়াই ভালো।