শনাক্ত ফের পাঁচশোর ওপরে, মৃত্যু ১

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের পাঁচশোর ওপরে। গত এক দিনে শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। এর আগে গত ৩০ ডিসেম্বর ১১ সপ্তাহ পর শনাক্ত পাঁচ শ ছাড়ায়। সেদিন শনাক্ত হন ৫১১ জন ও এর পরদিন শনাক্ত হন ৫১২ জন। এদিকে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ২৫৩ জন।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৫৫৭ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.৯১ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৩.৭৬ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যিনি মারা গেছেন তিনি একজন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৭৭ জন। করোনায় মোট মৃত নারীর সংখ্যা ১০ হাজার ১১৮ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৫৯ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ। বিশ্বে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়ানোর পর বাংলাদেশে গত এক সপ্তাহে করোনার সংক্রমণ প্রায় ৬০ শতাংশ বেড়েছে।