প্রিয় সন্তানের জীবনে নতুন অধ্যায়ের শুরুটা দেখে যেতে পারেননি মা। মেয়েকে বিয়ে দেওয়ার আগেই পরপারে পাড়ি জমিয়েছেন তিনি। কিন্তু তাই বলে সেই বিয়েতে মা;য়ে;র স্মৃতি;টুকু থাকবে না, তা কি হয়! এ জন্যই প্রয়াত মা;য়ের ছবি বুকে জ;ড়িয়ে নিজের বিয়ের আসরে হাজির হলেন এক কনে। এসময় গ;র্ভ;ধারিণীর কথা মনে করে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।
নিজে কেঁদে;ছেন অঝোরে, কাঁ;দিয়েছেন সবাইকে। এমন আবেগঘন মু;হূর্তের ভিডিওটি ভাই;রাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মৃ;ত মায়ের প্রতি মে;য়ের অ;কৃত্রিম ভালো;বাসা দেখে এখন আবেগের জোয়া;রে ভাসছে ইন্টারনেটবাসী।
জানা যায়, সেই কনের বাড়ি পাকিস্তানে। তার বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ফটোগ্রাফার মা;হা ওয়াজাহাত খান। ভিডিওটি মা-হারা সব মেয়ের প্রতি উৎসর্গ করেছেন তিনি।
এতে দেখা যায়, এক হাতে মায়ের ছবি, আরেক হাতে বাবার হাত ধরে বিয়ের আসরে ঢুকছেন কনে। এসময় তার অশ্রুসজল চোখ স্পষ্ট বলে দিচ্ছে, প্রয়াত মাকে এখনো কতটা ভালোবাসেন তিনি।
একই অবস্থা কনের বাবারও। স্ত্রীর জন্য তার চোখও অশ্রুসিক্ত। আর বাবা-মেয়ের এই আবেগ দেখে চোখে জ;ল ধ;রে রাখতে পারেননি উপস্থিত অতি;থিরাও। তাদেরও চোখ মুছতে দেখা যায় বারবার।
৫৭ সেকেন্ডের ওই ভিডিও শেষও হয়েছে কান্নার মাধ্যমে। অশ্রুসিক্ত চোখে মেয়েকে নতুন সংসারের জন্য বিদায় জানিয়েছেন প্রিয় বাবা।
দিন তিনেক আগে শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে প্রায় তিন লাখবার। মন্তব্য করেছেন আট শতাধিক ব্যবহারকারী। তাদের বেশিরভাগই মা-বাবা-মেয়ের ভালোবাসা দেখে আগেবপ্রবণ হয়ে পড়ার কথা জানিয়েছেন।
একজন লিখেছেন, এই আবেগ সামলানো কঠিন। আরেকজন বলেছেন, এটি সত্যিই হৃদয়বিদারক। মাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না।অনেকে মেয়েটিকে নতুন সংসারের জন্য শুভকামনাও জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি