বিশ্বে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫১ লাখ ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। করোনা ভাইরাসের সঠিক তথ্য পরিবেশনকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার বলছে, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত করোনায় বিশ্বের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ লাখ ৫৫ হাজার ২০২ জনে।
আর শনাক্ত বেড়ে ২৫ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ২৪১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৩ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৮৯০ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৯৬ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯১ হাজার ২৯৮ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫০৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৬৫ হাজার ৮২ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২০ লাখ ৩ হাজার ৩১৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১২ হাজার ৪১১ জনের।