শনিবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। ২০ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর, চন্দ্রর প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ২, ১১, ২০ ও ২৯। আপনার শুভ বর্ণ: সাদা ও লাল। শুভ গ্রহ ও বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: মুক্তা ও রক্তপ্রবাল। আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য সাদা ও লাল রং সৌভাগ্য বয়ে আনতে পারে।

আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে শুভ সময় হলো: সকাল: ৬:২৭-৭:২৩, ৮:০৫-১০:১০, দুপুর: ১২:২১-৩:১১, বিকাল: ৩:৫৩-৫:১৭, রাত: ১:২৩-৩:০৬ এর মধ্যে। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। প্রতিপদ তিথি বিকাল: ৩:৫০ পর্যন্ত পরে ২য়া তিথি চলবে। যে খাদ্য দ্রব্য পরিত্যাজ্য: জ্যোতিষ শাস্ত্র অনুসারে বিকাল: ৩:৫০ এর মধ্যে কুমড়া পরে বেগুণ খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। বৈদেশিক উৎস থেকে অর্থ লাভের যোগ প্রবল। বাড়িতে আত্মীয় কুটম্বদের আগমন হতে চলেছে। সঞ্চয়ের চেষ্টা হবে সফল। খুচরা ও পাইকারী বস্ত্র ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে। বকেয়া বেতন আদায়ে সফল হবেন।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মানসিক অস্থিরতার। বৈদেশিক কোনো কাজের পেছনে কিছু অর্থ ব্যয় করতে হবে। পায়ে বা কোমড়ে আঘাত লাগার আশঙ্কা দেখা যায়। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে হবে। অংশিদারী কাজের ক্ষেত্রে অসীম ধৈর্য্যর প্রয়োজন। জীবন সাথীর সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে।

মিথুন রাশি (২১ মে- ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল যাবে। আইনগত জটিলতার পেছনে অর্থ ব্যয় হবে। গোপন কোনো সম্পর্কের কারনে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয়ের যোগ। প্রবাসীদের কর্মস্থলে চলমান জটিলতা কেটে যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতির আশা।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার অর্থ প্রাপ্তিতে অগ্রগতি। প্রবাসী বড় ভাই বোনের কাছ থেকে ব্যবসা করার জন্য কিছু অর্থ পাওয়া যাবে। বৈদেশিক আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি। প্রভাবশালী বন্ধুদের সাহায্য পাবেন আজ। ঠিকাদারী কাজের আলোচনায় অগ্রগতি হবে। বকেয়া বেতন প্রাপ্তির যোগ।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বিদেশী প্রতিষ্ঠানে কর্ম লাভের যোগ প্রবল। প্রভাবশালী কর্মকর্তার সহায়তায় নতুন বদলীর সুযোগ আসবে। প্রবাসী পিতার শারীরিক অবস্থা কিছুটা ভোগাবে। রাজনৈতিক ব্যক্তিদের আজ সকল প্রকার ঝামেলা এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ীক কাজে সাফল্য লাভের আশা।

কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার ভাগ্য উন্নতির দিন। বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য আসবে। বিদ্যার্থীদের বিদেশী ভাষা সংক্রান্ত পরীক্ষায় আজ সফলতা লাভের আশা। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে সকলের সাহায্য পাবেন। আর্থিক অগ্রগতির ক্ষেত্রে পিতার সাহায্য লাভ। স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ে সফল হবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার আর্থিক ঝুঁকি এড়িয়ে চলতে হবে। যন্ত্রপাতি মেরামত জনিত ব্যয় বৃদ্ধির আশঙ্কা। ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকবেন। রাস্তাঘাটে সাবধানে থাকা প্রয়োজন। পুরোন আইনগত জটিলতা থেকে সতর্ক হতে হবে। বিশেষ কারনে পুলিশী সাহায্য প্রয়োজন হতে পারে। মৃত আত্মীয়র সম্পত্তি লাভের সম্ভাবনা।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ব্যবসায়ীক কাজের জন্য শুভ। বড় ধরনের লেনদেন করতে পারেন। নতুন কোনো অংশিদার নেওয়া আলোচনা সফল হবে। অবিবাহিতদের বিদেশ থেকে প্রস্তাব আসার সম্ভাবনা। বৈদেশিক পণ্য ব্যবসায়ীরা শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কোনো জটিলতার সম্মূখীন হবেন।

ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মী বিরোধের আশঙ্কা। আপনার বিরুদ্ধে কারো ষঢ়যন্ত্রর কারনে চাকরি হারাতে পারেন। ব্যবসায় দেখা দেবে কর্মচারীদের অনুপস্থিতি। হটাৎ করেই বাড়তি অর্থর প্রয়োজন হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। মানসিক ভাবে থাকবেন বিদ্ধস্ত।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার প্রবাসী কারো সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে যেতে পারেন। সৃজনশীল কাজকর্মের জন্য বিদেশ থেকে আসবে সুযোগ। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। সন্তানের বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি আশা করতে পারেন। গণমাধ্যমে উপস্থাপনার সুযোগ পেতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি স্বপ্ন পূরণের। পরিবারের সকলের সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে। প্রভাবশালী আত্মীয়র সাহায্যে বিদেশে জীবীকার ব্যবস্থা হতে পারে। গৃহ আবাসন সংক্রান্ত বিষয়ে মায়ের সাথে জটিলতার আশঙ্কা। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রন করতে পারলে অসমাপ্ত সকল কাজই সময় মতো শেষ করতে পারবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে। ব্যবসা বাণিজ্যে প্রযুক্তির ব্যবহাওে সুফল পাবেন আজ। গার্মেন্টস ব্যবসায় বায়ারের সাথে আলোচনা সফল হবে। ছোট ভাই বোনের বিদেশ যাত্রার ক্ষেত্রে আশানুরুপ অগ্রগতি। ই-কমার্স ব্যবসায়ীদের আজ বিদেশী পণ্য বিক্রয়ে ভালো লাভ হবে।