বৃহস্পতিবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও রবি। ১৮ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর রবির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৯, ১৮ ও ২৭। আপনার শুভ বর্ণ: লাল ও কমলা। শুভ গ্রহ ও বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও রুবী। আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ আপনার জন্য লাল ও কমলা বর্ণ সৌভাগ্য বয়ে আনতে পারে।

আজকের দিনের শুভ সময়: সকাল: ৬:২৫-৮:০৪, দুপুর: ১:৪৫-৩:১০ রাত: ৬:১১-৯:৪৫, ১২:২৪-৩:৫৯ এর মধ্যে। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে। ১৪শী তিথি দুপুর: ১২:০২ পর্যন্ত, পরে পূর্ণিমা তিথি চলবে। আজকের দিনের নিষিদ্ধ খাদ্য: আজ দুপুর: ১২:০২ পর্যন্ত মাসকলাইর ডাল পরে সকল প্রকার প্রাণীজ আমিষ খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার কর্মে সাফল্যের দিন। শুভ গ্রহাবস্থানের কারনে সামাজিক ক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। শারীরিক জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আত্মীয়দের সাহায্য লাভের আশা। সরকারী চাকরিতে নতুন পরিবর্তনের সুযোগ আসবে। দাম্পত্য ক্ষেত্রে ফিরে আসবে সুখ শান্তি।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি তুলনামূলক ব্যয় বহুল থাকবে। আয় রোজগারের চেষ্টায় অনেক পরিশ্রম করতে হতে পারে। বৈদেশিক কাজ কর্মে অনাকাঙ্খীত বাধা বিপত্তির আশঙ্কা। আইনগত জটিলতার কারনে আর্থিক ক্ষতি হতে পারে। প্রবাসীদের কর্ম জীবনে উন্নতির আশা। পরিবহন ব্যবসায় সফল হতে পারবেন।

মিথুন রাশি (২১ মে- ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ব্যবসায়ীক ভাবে লাভের। আদায় হবে বকেয়া বিল বা বেতন। বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রবাসী বড় ভাই বোনের সাহায্য পাওয়ায় আর্থিক জটিলতা দূর করা সম্ভব হবে। চাকরিজীবীরা আয় রোজগারের ক্ষেত্রে নতুন উৎসের সন্ধান পেতে চলেছেন। সৃজনশীল কাজে অগ্রগতি হবে।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার চাকরি ক্ষেত্রে উন্নতি। হটাৎ করেই পদোন্নতির সম্ভাবনা। পদস্ত কর্মকর্তার সাথে চলমান সকল বিরোধিতার অবশান আশা করা যায়।পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে। আয় রোজগারের ক্ষেত্রে প্রশাসনের কারো সাহায্য লাভ। নতুন চাকরির চেষ্টায় অগ্রগতি হবে।

সিংহ রাশি (২১ জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার বিদেশ ভাগ্য বলবান। বৈদেশিক কাজে কর্মে আশানুরুপ অগ্রগতি হবে। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় সফল হবেন। শিক্ষা ও গবেষণা মূলক কাজে অগ্রগতির আশা। শিক্ষকের সহায়তায় বিশ্ব বিদ্যালয়ের বৃত্তি লাভের চেষ্টা সফল হবে।

কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক হতে হবে। শেয়ার ব্যবসায়ীরা বুঝে শুনে বিনিয়োগ করতে চেষ্টা করুন। অপরের পরামর্শে শেয়ার ক্রয় করা ঠিক নয়। পুরোন পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ঔষধ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার আজ ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত উন্নতির দিন। অংশিদারী ব্যবসায় চলতে থাকা সকল বাধা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন। জীবন সাথীর পদোন্নতির যোগ প্রবল। অবিবাহিতদের বিয়ের আলোচনায় সাফল্য লাভের আশা। দাম্পত্য মান অভিমান কাটাতে হবে। ব্যবসায় নতুন বিনিয়োগের প্রয়োজন হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০নভেম্বর ): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে সতর্কতার। সহকর্মীদের সাথে মনমালিণ্য এড়িয়ে চলতে হবে। কারো সাথে সৃষ্ট ভুল বুঝাবুঝিতে সম্মান সম্মান হারাতে পারেন। অণৈতিক কাজ কর্ম থেকে নিজেকে দূরে রাখতে হবে। গোপন প্রেম প্রণয়ের কারনে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা।

ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার সৃজনশীল কাজে অগ্রগতি হবে। নির্মাতা ও কলাকুশলীদের নতুন কাজের ব্যস্ততা বৃদ্ধির দিন। আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুর সাহায্য পাবেন। কন্যা সন্তানের ভাগ্য উন্নতি হবে। উচ্চ শিক্ষার্থে সন্তান বিদেশ যেতে পারে। রোমান্টিক সম্পর্কে চলতে থাকা টানাপোড়ন দূর হওয়ার আশা।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার প্রত্যাশা পূরণের দিন। স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের আলোচনা সফল হবে। গৃহের জন্য আসবাব পত্র ক্রয় করতে পারেন। চাকরিজীবীদের গৃহ ঋন লাভের সুযোগ আসবে। যানবাহন ক্রয়ের সুযোগ আসবে। মায়ের সাহায্য সহাযোগিতা ও তার অর্থ লাভের যোগ। স্বাধীন কর্মে সফল হতে পারবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকারবৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে। ই-কমার্সের ব্যবসায়ীরা ভালো অর্ডার পেতে পারেন। সাংবাদিক ও মিডিয়া কর্মীদের কর্ম পরিবর্তনের চেষ্টায় কিছু বাধা দেখা দেবে। ছোট ভাই বোনের চাকরির তদবিরে সফল হতে পারবেন। গণমাধ্যমে কাজের সুযোগ আসবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। অপ্রত্যাশিত অর্থ আয়ের দিন আজ ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ থেকে লাভের আশা। হোটেল মোটেল ও রেস্তোরা ব্যবসায়ীরা অনলাইন বিক্রয়ের চেষ্টায় সফল হবেন। প্রিয় জনের আগমন হবে গৃহে। ব্যবসায়ীক ভাবে লাভ হওয়াতে কিছু অর্থ সঞ্চয়ের আশা।