বুধবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও মঙ্গল। ১৭ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর শনির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৮, ১৭ ও ২৬। আপনার শুভ বর্ণ: লাল ও নীল। শুভ গ্রহ ও বার: শনি ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও নীলা। আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য নীল ও লাল রঙ সৌভাগ্য বয়ে আনবে।

সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম:- সকাল: ৬:২৪-৮:৪৬, ১০:৫৪-১:০২, দুপুর: ১:৪৫-৩:৫২,রাত: ৬:১১-৭:০৪, ৮:৫১-৩:৫৮ পর্যন্ত। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে। ১৩শী সকাল: ১০:৩৮ পর্যন্ত পরে ১৪শী তিথি চলবে। আজকের দিনের পরিত্যাজ্য খাদ্য: সকাল: ১০:৩৮ পর্যন্ত বেগুণ পরে মাষকলাইর ডাল খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আয় রোজগারের নতুন নতুন চেষ্টায় সফল হওয়ার আশা। ব্যবসায়ীক ক্ষেত্রে অগ্রগতি হতে চলেছে। জীবন সাথীর সাথে সম্পর্ক আরো হবে গভির। পারিবারিক সুখ শান্তি ফিরে পাবেন। অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটবে আপনার জীবনে। হটাৎ করেই উন্নতি হবে আপনার।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি হবে ব্যয়বহুল। বৈদেশিক ব্যবসায় নতুন সুযোগ আসবে আপনার। আয় রোজগারের চেয়ে আজ ব্যয় হবে বেশি। প্রবাসীদের কর্মস্থলে উন্নতির সুযোগ আসবে। আইনগত জটিলতায় সফল হওয়ার আশা। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো লাভ হবে। প্রবাস থেকে আসবে কিছু টাকা।

মিথুন রাশি (২১ মে- ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি আয় রোজগারে অগ্রগতির। ঠিকাদারী কাজে ভালো আয় রোজগার হবে। চাকরিজীবীদের বকেয়া বেতন আদায় হবে আজ। বড় ভাই বোনের সাথে চলতে থাকা ভুল বুঝাবুঝির অবশান হবে। হটাৎ করে বন্ধুর সাথে দেখা হতে পারে। বন্ধুর সাহায্যে ভালো আয় রোজগার হবে।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ চাকরিজীবীদের ভালো আয় রোজগার হতে চলেছে। বেকারদের নতুন চাকরির চেষ্টা হবে সফল। প্রভাবশালী ব্যক্তির সাহায্যে বেকার জীবনের অবশান হতে চলেছে। প্রত্যাশা পূরণের দিন আজ। কর্মকর্তার সাথে সম্পর্কের উন্নতি হতে চলেছে।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে সফল হওয়ার দিন। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের আশা। আটকে থাকা পরীক্ষা পূণরায় আরম্ভ হওয়ার সংবাদ পাবেন। জীবন জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। পিতার সাহায্য পাবেন।

কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্যে অপ্রত্যাশিত উত্থান বা পতনের। হটাৎ করেই দেখা হবে বহু পুরোন পাওনাদারের সাথে। আইনগত কোনো জটিলতায় জড়িয়ে কিছু অর্থ দন্ড হতে পারে। ঋণ করে ঘী খাওয়ার চেষ্টা না করে। নিজের টাকায় মরিচ পোঁড়া খাওয়া ভালো।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। নব দম্পতিদের হানিমুনের সুযোগ আসবে। অংশিদারী ব্যবসায় ভালো আয় রোজগার হবে। সাংসারের জন্য কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারেন আজ। হটাৎ করেই ব্যবসায় নতুন অর্থ বিনিয়োগ করতে পারেন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি কর্ম ক্ষেত্রে অপ্রত্যাশিত জটিলতার। আয় রোজগারের ক্ষেত্রে নানা রকম ঝামেলা দেখা দেবে। সহকর্মী বা অধিনস্ত কর্মচারীদের সাথে দেখা দেবে মনমালিণ্য। সিজেনাল অসুখে ভোগান্তির আশঙ্কা আজ। কারো উপর অধিক নির্ভরতা আপনাকে ভোগাতে পারে।

ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি সাফল্যের। শিল্পী ও কলাকুশলীদের আজ কাজ কর্মে উন্নতি হবে। মিডিয়ায় কাজের সুযোগ আসবে আপনার। সন্তানের উচ্চ শিক্ষার্থে অর্থ প্রয়োজন হতে পারে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের সাময়ীক কর্ম লাভের যোগ প্রবল। রোমান্টিক সম্পর্কে অগ্রগতির আশা।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার প্রত্যাশা পূরণের দিন। গৃহ ভূমি আবাসন সংক্রান্ত কাজে আশানুরুপ অগ্রগতি হবে। সাংসারিক বিষয়ে আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা। মায়ের শারীরিক দিক খুব একটা ভালো যাবে না। কোনো অস্ত্রপচারের প্রয়োজন হতে পারে। যানবাহন মোরমতে কিছু অর্থ ব্যয় যোগ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কুম্ভের জাতক জাতিকার দিনটি যোগাযোগের ক্ষেত্রে অপ্রত্যাশিত উন্নতি হবে। বৈদেশিক কাজে সফল হতে পারবেন। প্রকাশক ও মূদ্রণ ব্যবসায়ীদের চলতে থাকা ব্যবসায়ীক অচলাবস্থা কাটতে শুরু করবে। ছোট ভাই বোনের সাহায্য সহাযোগিতা লাভের আশা। গণমাধ্যমে কাজের সুযোগ আসবে। প্রতিবেশীর সাথে অনভিপ্রেত কোনো ঘটনা ঘটতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): মীনের জাতক জাতিকার দিনটি ব্যবসায়ীক অগ্রগতির। অপ্রত্যাশিত ধন লাভের দিন আজ। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো লাভের আশা। সাংসরিক ক্ষেত্রে অগ্রগতি হবে। চাকরিজীবীদের বাড়তি আয় রোজগারের সুযোগ বাড়বে। কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। বকেয়া টাকা পরিশোধের চেষ্টা করুন।