মঙ্গলবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: নেপচুর ও মঙ্গল। ১৬ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর নেপচুনের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা : ৭, ১৬, ২৫। আপনার শুভ বর্ণ : বেগুণী ও লাল। শুভ গ্রহ ও বার : সোম ও মঙ্গল। শুভ রাত : একুয়ামেরীন ও রক্তপ্রবাল। আজকের দিনের শুভ রং : আজ আপনার জন্য লাল ও বেগুণী বর্ণ সৌভাগ্য বয়ে আনবে।

সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম : সকাল: ৬:২৪-৭:২০,৮:০২-১১:৩০ সন্ধা: ৫:১৮-৮:৪৮, ৯:৪৪-১২:২৩ এর মধ্যে।

চন্দ্রের অবস্থান : আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। ১২শী তিথি সকাল: ৯:৪৩ পর্যন্ত পরে ১৩শী তিথি চলবে।

আজকের দিনের পরিত্যাজ্য খাদ্য : সকাল: ৯:৪৩ এর মধ্যে পুঁইশাক পরে বেগুন খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) : মেষ রাশির জাতক জাতিকার বৈদেশিক কাজে আসবে সফলতা। আমদানী রপ্তাণী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় দু হাতে অর্থ উপার্জনের সুযোগ আসবে। প্রবাসীদের নাগরিক হওয়ার কাগজ প্রাপ্তির যোগ। পারিবারিক কেনাকাটায় অর্থ ব্যয় হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : বৃষ রাশির জাতক জাতিকার আদায় হবে বকেয়া বেতন বা বিল। ঠিকাদারী কাজে নতুন কোনো ওয়ার্ক অর্ডার প্রাপ্তির সম্ভাবনা। পারিবারিক জীবনে বড় ভাই বোনের সাহায্য সহাযোগিতা লাভের যোগ। বন্ধুদের সাথে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করার যোগ প্রবল। ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : মিথুন রাশির জাতক জাতিকার দিনটি চাকরি ক্ষেত্রে অগ্রগতির। নতুন কর্মস্থলে যোগদান করতে পারেন। সরকারী চাকরি বিষয়ে আশানুরুপ অগ্রগতি হবে। রাজনৈতিক নেতার সাহায্য লাভের আশা। প্রতিযোগিতামূলক কাজে বিজয়ী হতে পারবেন। আপনার কাজে খুশি হয়ে পদস্ত কর্মকর্তা আপনাকে কোনো সুযোগ দিতে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : কর্কট রাশির জাতক জাতিকার বিদ্যা শিক্ষায় সাফল্যের আশা। আয় রোজগারের ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন। ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। সাংসারিক ক্ষেত্রে পিতার সাহায্য পাওয়া যাবে। শিক্ষক ও গুরুজনদের কাছ থেকে পাবেন দোয়া ও আশীর্বাদ। বৃত্তি পরীক্ষায় সফল হবেন।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক জাতিকার দনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যাংক ঋণ পরিশোধ করার শেষ দিন আজ। ফলে আর্থিক দুঃশ্চিন্তায় ভুগতে পারেন। কারো কাছে টাকা ধার করার প্রয়োজন হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আইনগত জটিলতার কারনে হবে অর্থ ব্যয়। শেয়ার ব্যবসায় সতর্কতার সাথে ক্রয় বিক্রয় করা প্রয়োজন।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক জাতিকার জীবনে পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে। অংশিদারী ব্যবসায় ভালো লাভের আশা। জীবন সাথীর জন্য কিছু কেনাকাটার যোগ প্রবল। আয় রোজগারের ক্ষেত্রে আজ সফল হতে পারবেন। অবিবাহিতদের বিয়ের আলোচনা চূড়ান্ত হতে পারে। কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) : তুলা রাশির জাতক জাতিকার কর্মস্থলে সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে। ধৈর্য্যরে সাথে অন্যের কথার প্রতি উত্তর করতে হবে। অনৈতিক কাজ কর্ম থেকে হতে হবে সাবধান। সিজেন পরিবর্তন হওয়ায় শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কাজের লোক বা কর্মচারীদের ব্যবহার আপনাকে আশাহত করবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) : বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। মিডিয়াতে কাজের সুযোগ পাবেন। প্রেম ভালোবাসায় আজ সফল হতে পারবেন। বহু দিনের হারিয়ে যাওয়া প্রেম ফিরে পাওয়ার দিন। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের চেষ্টা সফল হবে। সৃজনশীল কাজের মাধ্যমে আয় রোজগারের সুযোগ আসবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : ধনু রাশির জাতক জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। পারিবারিক জীবনে আত্মীয়র সাহায্য পাবেন। বহুদিন ধরে চলমান আত্মীয় বিরোধের অবশান হবে। স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত আলোচনা সফল হতে পারে। ব্যক্তিগত ব্যবহারে যানবাহন ক্রয় করতে পারেন। কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) : মকর রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগে অগ্রগতির আশা। বস্ত্র ও গার্মেন্টস কর্মীদের পদোন্নতির সুযোগ আসবে। গণমাধ্যম কর্মীদের দিনটি বলবান। নতুন কোনো গণমাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন। নিজের ও ব্যবসায়ীক প্রচার প্রচারনার জন্য দিনটি উত্তম। ছোট ভাই বোনের জন্য কিছু কেনাকাটা করতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) : কুম্ভের জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে বলবান। ব্যবসা বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে। হারানো সম্পত্তি ফিরে পাওয়ার যোগ। বিক্রয় প্রতিনিধীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। ভালো আয় রোজগার হওয়াতে কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। পরিবারের জন্য শীতবস্ত্র ক্রয় করতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : মীনের জাতক জাতিকার হারানো পদ পদবী পূণরুদ্ধারের দিন। মানসিক ভাবে আপনি থাকবেন চাঙ্গা। নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারার কারনে ব্যবসায় ভালো লাভ হতে পারে। নতুন ব্যবসায়ীক বিনিয়োগে সফলতা আসবে। মধ্যস্ততার কাজে বাড়তি আয় রোজগারের সুযোগ পাবেন।