সোমবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও শুক্র। ১৫ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর শুক্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যাঃ ৬, ১৫ ও ২৪। আপনার শুভ বর্ণ: সাদা ও লাল। শুভ গ্রহ ও বার: মঙ্গল ও শুক্র। শুভ রত্ন: হীরা ও রক্ত প্রবাল। আজকের দিনের শুভ রং: আজ আপনি লাল ও সাদা বর্ণের বস্ত্র পরিধানে শুভ ফল পেতে পারেন।

আজকের শুভ সময়: সকাল: ৬:২৩-৭:৪৯, ৯:১৮-১১:২৯, রাত: ৭:৫৬- ১১:২৫, ২:৫৪- ৩:৪৬ পর্যন্ত। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। ১১শী তিথি সকাল: ৯:১৮ পর্যন্ত পরে ১২শী তিথি চলবে। আজকের দিনে যে খাদ্য পরিতাজ্য: আজ সকাল: ৯:১৮ পর্যন্ত শিম পরে পুঁইশাক খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি হবে ব্যয় বহুল। বৈদেশিক কাজে আশানুরুপ অগ্রগতির পাশাপাশি ভিসা সাক্ষাৎকারেও সফল হবেন। পারিবারিক দৈনন্দিন ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। বিদেশ থেকে অর্থ লাভের সুযোগ আসবে। প্রবাসীদের ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধির দিন। মায়ের জন্য কিছু অর্থ ব্যয় হতে চলেছে।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার বকেয়া টাকা পয়সা আদায়ের দিন। ঠিকাদারী বা সাপ্লাই এর ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে। প্রভাবশালী বড় ভাই বা বন্ধুর সাহায্য লাভের আশা। চাকরিজীবীদের আয় রোজগারের নতুন নতুন সুযোগ আসবে। ভালো আয় রোজগার হওয়াতে কিছু টাকা বিনিয়োগের সুযোগ পাবেন।

মিথুন রাশি (২১ মে- ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি কর্মস্থলে উন্নতির। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারবেন। আয় রোজগারের ক্ষেত্রে পিতা বা পিতৃস্থানীয় কারো সহায়তা পাওয়ার আশা। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। সাঙ্গঠনিক ও সামাজিক কাজে সুনাম সম্মান বৃদ্ধির যোগ। প্রভাবশালী কারো সাহায্য পাবেন।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। উচ্চ শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সফল হওয়ার আশা। বিদেশ যাত্রার চেষ্টায় হবে অগ্রগতি। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মানসিক প্রশান্তি লাভের আশা। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। প্রবাসীদের কর্মক্ষেত্রে ভাগ্য সহায় হবে। অস্থায়ী নাগরিকত্ব সংক্রান্ত সমস্যার সমাধান আশা করতে পারেন।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগস্ট): সিংহর জাতক জাতিকার অপ্রত্যাশিত উৎস থেকে ধন লাভের সুযোগ আসবে। লটারী বা শেয়ার ব্যবসা থেকে আয় রোজগারের আশা। পুরোন পাওনাদারের সাথে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায়ীক প্রয়োজনে ব্যাংক বা ব্রোকারেজ হাউজ থেকে টাকা ওঠানোর প্রয়োজন হবে।

কন্যা রাশি (২২ আগস্ট- ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে গৃহে। অংশিদারী ব্যবসা বাণিজ্যেও আশানুরুপ আয় রোজগারের যোগ। অবিবাহিতদের বিয়ের আলাপ আলোচনায় অগ্রগতির আশা। আত্মীয় স্বজনের সাহায্য পেতে পারেন। জীবন সাথীর কর্মোন্নতির যোগ প্রবল।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার কাজে কর্মে বাধা বিপত্তি দেখা দেবে। সহকর্মীদের সাথে অকারনেই দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে অধিনস্ত কর্মচারীর সাহায্য প্রয়োজন হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে বৃদ্ধি পাবে অভ্যন্তরীন চাপ। অনৈতিক কাজ কর্মের থেকে দূরে থাকতে হবে। কোনো কর্মচারীকে ছাঁটাই করার প্রয়োজন হতে পারে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শৈল্পিক কাজের জন্য অনুকূল। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। সাংসারিক জীবনে প্রেম ভালোবাসা নিয়ে কোনো প্রকার সঙ্ঘাত তৈরী হতে পারে। সন্তানের উচ্চ শিক্ষা বা পরীক্ষা সংক্রান্ত কাজে অর্থ ব্যয়ের যোগ প্রবল।

ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। পারিবারিক কিছু কাজ কর্ম সম্পাদন করতে হবে। জাতিকাদের গৃহস্থালী কাজে ব্যস্ত থাকতে হবে। বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আগমন হওয়ার সম্ভাবনা। আসবাবপত্র ও গৃহস্থালী সামগ্রীর ব্যবসায়ীদের আশানুরুপ আয় রোজগার হবে। মায়ের সাহায্য পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের আশা। সাংসারিক ক্ষেত্রে আত্মীয়দের সাহায্য পাবেন। বকেয়া টাকা আদায় হওয়াতে সঞ্চয়ের সুযোগ বৃদ্ধি পাবে। হোটেল রেস্তোরা ও ফাস্টফুড ব্যবসায়ীরা অনলাইন ডেলিভারীর কোনো চুক্তি করতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ব্যবসায়ীক কাজে সাফল্য লাভের। আদায় হবে সকল বকেয়া অর্থ। হোটেল ও রেস্তোরা ব্যবসায় লাভবান হতে পারেন। বাড়িতে শ্যালক শ্যালিকা বা আত্মীয় কুটম্বর আগমন হতে চলেছে। আজ কিছু অর্থ বাড়তি রোজগার হলে তা সঞ্চয়ের চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি অসমাপ্ত কাজ আরম্ভ করার। ব্যবসায়ীক জটিলতা কেটে যাবে। মানসিক অস্থিরতা ও শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারবেন। আয় রোজগারের ক্ষেত্রে আজ অগ্রগতি হবে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবেন আপনি। এর ফলে আপনার ভাগ্য ক্ষেত্রে বড় ধরণের ভাল হতে চলেছে।