শনিবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও ইউরেনাস। ১৩ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর ইউরেনাসের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৪, ১৩, ২২ ও ৩১। আপনার শুভ বর্ণ: লাল ও গোলাপী। শুভ গ্রহ ও বার: ইউরেনাস ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও গার্ণেট। আজকের দিনের শুভ বর্ণ: আজ লাল ও গোলাপী বর্ণের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।

আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৬:২১, ৭:১৮ ৮:০০, ১০:০৯, দুপুর: ১২:১৮, ৩:০২, বিকাল: ৩:৫২, ৫:২০, রাত: ১:১৬, ৩:৫৬ এর মধ্যে। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। ৯মী তিথি সকাল: ১০:০১ পর্যন্ত পরে ১০মী তিথি চলবে।
আজকের দিনের নিষিদ্ধ খাদ্য: আজ সকাল: ১০:০১ পর্যন্ত লাউ পরে কলমি শাক খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): আজ ব্যবসায়ীক ভাবে দিনটি ভালো যাবে। চাকরিজীবীদের বকেয়া টাকা আদায়ের সুযোগ আসবে। বড় ভাই বোনের গৃহে আগমনের যোগ। ব্যবসায়ীদের আশানুরুপ আয় রোজগার হবে। ভুল বুঝাবুঝি থেকে সাবধান হোন। পুরোন বন্ধুদের সাথে দেখা হতে পারে। কোনো বন্ধুর বিবাহ শাদীর বিষয়ে আলোচনা চলতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): চাকরিজীবীদের দিনটি কর্মোন্নতির। বেকারদের নতুন কর্ম লাভের সুযোগ আসবে। পিতার সাহায্য সহযোগিতা পাবেন। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে আজ আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। পিতৃস্থাণীয় কারো সাথে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি রাজনৈতিক কাজের জন্য শুভ।

মিথুন রাশি (২১ মে- ২০ জুন): ভাগ্য আজ আপনার সহায় হবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে পারবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অর্থ ব্যয় হবে। আয় রোজগারের ক্ষেত্রে প্রবাসীরা লাভবান হবেন। বৈদেশিক বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো সংবাদ পেতে পারেন। অতীন্দ্রিয় বিষয়ের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): আর্থিক ভাবে দিনটি ভালো যাবে না। কিছু টাকা ঋণ করতে হবে। ব্যবসায় ভালো কোনো সংবাদ লাভের আশা। রাস্তাঘাটে সতর্ক ভাবে চলাফেরা করবেন। পাওনাদারের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হবে। পুরোন ঋণ আজ পরিশোধ করতে হতে পারে। অর্থ লাভের চেষ্টায় বহু ঝামেলা।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগস্ট): দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতি হবে। জীবন সাথীর সাথে চলতে থাকা ভুল বুঝাবুঝি ধীরে ধীরে কমে আসবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে অগ্রগতি। জীবন সাথীর সাথে চলতে থাকা ভুল বুঝাবুঝির হবে দূর। স্বামী স্ত্রীর মিলিত পছন্দেই সংসারের জন্য কেনাকাটার যোগ প্রবল। অবিবাহিতদের বিয়ের চেষ্টা সফল হবে।

কন্যা রাশি (২২ আগস্ট- ২২ সেপ্টেম্বর): কাজের লোকের সাথে ঝামেলা এড়িয়ে চলতে হবে। কর্মস্থলে সহকর্মীদের সাথে দেখা দেবে ভুল বুঝাবুঝি। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীক ভাবে দিনটি ভালো যাবে না। অনৈতিক কোনো কাজের প্রস্তাব আপনাকে লাভবান করতে পারে। রাগ ও জেদ কমাতে হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): আজ প্রেম ভালোবাসার জন্য দিনটি উত্তম। প্রিয় মানুষটির জন্য কিছু কেনাকাটার সুযোগ পাবেন। সন্তানের সাথে ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে। নব দম্পতিদের সন্তান লাভের সংবাদ আনন্দ বৃদ্ধি করবে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধির আশা। সাংসারিক ক্ষেত্রে প্রিয়জনের সাহায্য পাওয়া যাবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ প্রত্যাশা পূরণের দিন। আয় রোজগারের চেষ্টায় হবেন সফল। মায়ের সাথে চলতে থাকা ভুল বুঝাবুঝি আস্তে আস্তে কেটে যাবে। যানবাহন ক্রয় বিক্রয়ে অর্থ লাভের সুযোগ আসবে। গৃহ সংক্রান্ত বিষয়ে আত্মীয় স্বজনের সাহায্য আশা করতে পারেন। সাংসারিক প্রয়োজনে গৃহস্থালী দ্রব্যাদি কেনাকাটার যোগ।

ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): যোগাযোগের ক্ষেত্রে আজ অগ্রগতি হবে। অনলাইনে পেতে পারেন ভালো কোনো সংবাদ। সাংবাদিক আর মিডিয়াকর্মীদের দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির। কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে। ই-কমার্স ও এফ কমার্সের ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারেন। আয় রোজগার বৃদ্ধি পাবে। আদায় হবে বকেয়া টাকা। হোটেল মোটেল আর রেস্তোরা ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। ধার দেওয়া টাকা আদায় হবে। মুদী ও মনহারী ক্রয় করার পেছনে অর্থ ব্যয় হবে আজ। গৃহের জন্য খাদ্য দ্রব্য ক্রয় করতে হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): আজ দিনটি ভালো যাবে। আয় রোজগারে হবে অগ্রগতি। ব্যবসায়ীক কাজের ক্ষেত্রে সকলের সাহায্য লাভের আশা। জীবনে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসবে আপনার। আর্থিক অগ্রগতির ক্ষেত্রে সফল হতে পারবেন। জীবন সাথীর পূর্ণ সাহায্য পাওয়া যাবে আজ। অসুস্থদের শারীরিক অবস্থা বলবান হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): দিনটি ব্যয় বহুল যাবে। প্রবাসীদের দিনটি কর্মস্থলে সাফল্য লাভের। দূরের যাত্রার যোগ প্রবল। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় হবে। সাংসারিক প্রয়োজনে ব্যয় বাড়তে পারে। বিদেশ থেকে অর্থ আগমনের আশা। আইনগত জটিলতার জন্য হটাৎ অর্থ ব্যয় হতে চলেছে। পুলিশী ঝামেলা এড়িয়ে চলুন।