বৃহস্পতিবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। ১১ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর চন্দ্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ২, ১১, ২০ ও ২৯। আপনার শুভ বর্ণ: সাদা ও লাল। শুভ গ্রহ ও বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও মুক্তা। আজকের দিনের শুভ রং: আজ সাদা ও লাল বর্ণের পোশাক পরিচ্ছদ আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।

আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময় সকাল: ৬:২০, ৭:৪৮, দুপুর: ১:৪১, ৩:০৯ রাত: ৬:১৩, ৯:৪১, ১২:১৬, ৩:৪৪।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। আজ দুপুর: ১২:৩২ পর্যন্ত ৭মী তিথি পরে ৮মী তিথি চলবে। আজকের দিনের বর্জনিয় খাদ্য: আজ দুপুর: ১২:৩২ পর্যন্ত তাল পরে নারকেল খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ- ২০এপ্রিল): কাজে কর্মে কিছু বাধা দেখা দিলেও অপ্রত্যাশিত অগ্রগতির আশা করতে পারেন। পদস্ত কর্মকর্তার সাহায্য সহযোগিতা পাওয়ার আশা। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে আসবে সাফল্য। কর্ম ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। সাংসারিক জীবনে পিতার দোয়া ও আশীর্বাদ লাভের দিন। চাকরির পরীক্ষায় সাফল্য আসবে।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): আজ ভাগ্য উন্নতির দিন। বৈদেশিক কাজ কর্মে সফল হতে পারবেন। বিদেশ যাত্রা বা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের জন্য ভালো সুযোগ আসবে। বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি লাভের সুযোগ পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজ কর্মে অর্থ ব্যয় হবে। শিক্ষক বা গুরুজনদের আশীর্বাদ লাভের আশা।

মিথুন রাশি (২১ মে- ২০ জুন): ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক হতে হবে। আজ ব্যাংক ঋণ পরিশোধের তাগাদায় অস্থির থাকতে পারেন। সাবধানে যানবাহন চালাবেন দূর্ঘটনা থেকে নিরাপদে থাকবেন। ব্যবসা ক্ষেত্রে অংশিদারের উপর অতিরিক্ত নির্ভরতা ঠিক নয়। পুলিশ প্রশাসনের কারো সাথে বিতর্কে জড়িয়ে জরিমানার সম্মূখীন হতে পারেন। শেয়ার ব্যবসায় সতর্ক থাকবেন।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): আয় রোজগারের চেষ্টায় ব্যবসায়ীরা ভালো করতে পারবেন। অংশিদারী কাজে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির যোগ। সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাহায্য লাভ। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে চলমান বাধা দূর হবে। কর্ম ক্ষেত্রে কিছু ঝামেলা দেখা দিলেও ধৈর্য্য আপনাকে রক্ষা করবে।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগস্ট): কর্মস্থলে চলতে থাকা সকল জটিলতা দূর করতে সক্ষম হবেন। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীর সাথে চলা মতবিরোধ কেটে যাবে। অহেতুক ঝামেলা কমিয়ে নিন। আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীরা একটু সতর্ক হলে ভালো করবেন। গর্ভবতী নারীদের শরীর স্বাস্থ্য ও খাদ্য গ্রহনে সতর্ক হতে হবে।

কন্যা রাশি (২২ আগস্ট- ২২ সেপ্টেম্বর): রোমান্টিক সম্পর্কে অগ্রগতির আশা। সন্তানের সাথে সম্পর্কের টানাপোড়ন কেটে যাবে। শিল্পী ও কলাকুশলীদের কাজে একটু সাবধান হতে হবে। সৃজনশীল কাজের সাথে জড়িতরা বড় প্রতিষ্ঠানের সাথে কাজের আলোচনায় সফল হবেন। বিদ্যার্থীদের পড়াশোনা নিয়ে দুঃশ্চিন্তা যাবে কমে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): আজ পারিবারিক ক্ষেত্রে সকল ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন। আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের সাহায্য পাওয়া যাবে। কর্মস্থলে প্রত্যাশা পূরণ হতে চলেছে। যানবাহন ও গৃহ সুখ বৃদ্ধির দিন। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে আজ কর্মস্থলে সফল হতে পারবেন। যে কোনো পরিস্থিতি নিজের মেধা দিয়ে সফল ভাবে মোকাবেলা করতে পারবেন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): অনলাইন ব্যবসা বাণিজ্যে সাফল্য লাভের দিন। কেনাকাটায় সফল হতে পারবেন আজ। ছোট ভাই বোনের উচ্চ শিক্ষায় অর্থ ব্যয় করতে হবে। প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হবে। মিডিয়া ব্যাক্তিদের দিনটি কর্ম পরিবর্তনের। কাজের জন্য হবেন সম্মানিত। সাংসারিক ক্ষেত্রে শ্যালক শ্যালিকার পরামর্শে উপকৃত হবেন।

ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): চাকরিজীবীদের বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে অগ্রগতি হবে। সঞ্চয়ের চেষ্টা সফল হবেন। আয় রোজগারের ক্ষেত্রে শ্যালক কুটম্বর সাহায্য পাওয়ার আশা। ব্যবসায়ীদের জন্য দিনটি আয় রোজগার বৃদ্ধির। রেস্তোরা ও মিষ্টান্ন ব্যবসায় আয় রোজগার বাড়বে। কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): চলতে থাকা বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে। চাকরিতে পদোন্নতি বা বদলী সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি। সম্মান ও মর্যাদা বৃদ্ধির সময়। আর্থিক উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। নমনীয় মনোভাবের কারনে কর্মচারীরা সুযোগ খোঁজার চেষ্টা করবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): জীবন জীবীকার জন্য যেতে হবে দূরদেশে। আইনগত জটিলতা থেকে মুক্তি লাভের আশা। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভ্যাট সংক্রান্ত জটিলতা কেটে যাবে। আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুর সাহায্য পাওয়ার আশা। পারিবারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধির দিন। প্রবাসী ভাই বোনের দেশে আগমনের যোগ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): বন্ধুর সাহায্য লাভের দিন। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ে অগ্রগতি হবে। দৈনন্দিন আয় রোজগারে এক ধাপ এগিয়ে যাওয়ার সময়। বড় ভাই বোনের বিবাহশাদীর যোগ প্রবল। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। ব্যবসায়ীক কাজে বন্ধুর সাথে বিদেশ যাত্রার যোগ প্রবল।