দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮৯৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭১ হাজার ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৯০ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৪টি ল্যাবে ১৫ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৯০৬টি। করোনা শনাক্তের হার এক দশমিক ১৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৮৫৬ জন ও নারী ১০ হাজার ৩৯ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছে।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।