আজ রবিবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও নেপচুন। ৭ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর নেপচুনের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৭, ১৬ ও ২৫। আপনার শুভ বর্ণ: লাল ও বেগুণী। শুভ গ্রহ ও বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও একুয়ামেরীন। আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য লাল ও বেগুণী বর্ণ সৌভাগ্য বয়ে আনবে।

আজকের দিনের শুভ সময়: জ্যোতিষীর দৃষ্টিতে আজকের শুভ সময় সকাল: ৭:০৬, ৯:১৭, দুপুর: ১২:১৩, ৩:০৮, বিকাল; ৩:৫২, ৪:৩৬, রাত: ৭:৫৬, ৯:৪০, ১২:২৭, ২:০১ এর মধ্যে। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ৩য়া তিথি রাত: ৮:৫৭ পর্যন্ত পরে ৪র্থী তিথি চলবে। জ্যোতিষ শাস্ত্রানুসারে আজ যে খাদ্য পরিতাজ্য: আজ রাত: ৮:৫৭ পর্যন্ত পটোল পরে মূলা খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ- ২০এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাফল্য লাভের। শেয়ার ব্যবসায়ীদের আয় রোজগারের ক্ষেত্রে কাঙ্খীত অগ্রগতির আশা। পুরোন লেনদেন ও দেনাপাওনা মেটাতে হবে আজ। আইনগত জটিলতার পেছনে কিছু অর্থ ব্যয় হতে চলেছে। পুলিশের সাথে কোনো রকম তর্কে জড়ালে আজ ক্ষতি হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার আজ বৈদেশিক কাজে অহেতুক জটিলতার আশঙ্কা। রহস্যজনক ব্যবসায় আজ সফল হতে পারবেন। প্রবাসীদের জীবনে অহেতুক জটিলতার আশঙ্কা। অংশিদারী ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে। জীবন সাথীর সাথে এড়াতে হবে ভুল বুঝাবুঝি। কাঙ্খীত কাজে আপনাকে ধৈর্য্যশালী হতে হবে।

মিথুন রাশি (২১ মে- ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার কর্মস্থলে বিরোধ এড়িয়ে চলতে হবে। সহকর্মী বা অধিনস্ত কর্মচারীদের সাথে অহেতুক ভুল বুঝাবুঝি হতে চলেছে। রহস্যজনক অণৈতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নিজের গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেলতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কাঙ্খীত আয় রোজগাওে জটিলতা।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি প্রেম ভালোবাসায় ভুল বুঝাবুঝির। দীর্ঘ দিনের প্রেম ভেঙ্গে যেতে পারে সামান্ন কারনে। নিকটাত্মীয় কারো সাথে অণৈতিক সম্পর্কে জড়াতে পারেন। সন্তানের বিবাহশাদীর বিষয়ে দেখা দেবে জটিলতা। শিল্পী কলাকুশলীদের কাজের ক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই- ২১ আগস্ট): সিংহর জাতক জাতিকাদের দিনটি পারিবারিক জটিলতা সমাধানের। আত্মীয়দের সাথে স্থাবর সম্পত্তি নিয়ে দেখা দেবে ঝামেলা। প্রবাসী আত্মীয় আর্থিক ভাবে ভোগাবে আজ। বন্ধুর সাথে কোনো বিষয়ে মনমালিণ্য দেখা দেবে। গৃহের জন্য কেনাকাটা করতে গিয়ে অর্থ হারিয়ে ফেলার ভয়। যানবাহন হারিয়ে ফেলার আশঙ্কা প্রবল।

কন্যা রাশি (২২ আগস্ট- ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগে সফল হবেন। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা পেশাগত দায়িত্ব পালন কাজে পড়বেন প্রশাসনিক হয়রানিতে। ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হতে পারে আজ। বিদেশে বস্ত্র ও প্রসাধন ব্যবসায়ীরা ভ্যাট কর্মকর্তাদের হয়রানির কবলে পড়তে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক ক্ষেত্রে অগ্রগতি হবে। ব্যবসা বাণিজ্য চলতে থাকা দুঃশ্চিন্তা ধীরে ধীরে কেটে যাবে। বৈদেশিক কাজে অর্থ প্রাপ্তির আশা। বৈদেশিক খাদ্য ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন। সাংসারিক বিষয় নিয়ে আত্মীয়দের সাথে দেখা দেবে মনমালিণ্য।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর ): বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভুল বুঝাবুঝি নিয়ন্ত্রণ করতে পারলে আপনি হবেন সফল। কর্ম ক্ষেত্রে অহেতুক গোপন শত্রুতার সম্মূখীন হতে হবে। সাংসারিক বিষয় নিয়ে জীবন সাথীর সাথে লড়তে গেলে আজ শুধু কথাই শুনতে হবে। এলার্জীর সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। আজ চক্ষু পরীক্ষা করতে পারেন।

ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল। ভিসা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। ট্রান্সপোর্ট ব্যবসায় বিনিয়োগে লাভের আশা। অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে গেলে লোকশান গুণতে হবে। প্রবাস জীবনে প্রতারকের দ্বারা ক্ষতি হতে পারে। শেয়ার ব্যবসায় লোকশান হতে চলেছে।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০) জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার দিনটি বন্ধুদের সাথে সম্পর্ক উন্নতির। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে আয় রোজগারের সুযোগ আসবে। বড় ভাই বোনের সাথে সম্পত্তি বিষয়ে দেখা দেবে জটিলতা। প্রবাসী ভাই এর সংসারে কোনো অনাকাঙ্খীত ঘটনা ঘটতে পারে। চাকরিজীবীদের আয়ে দেখা দেবে জটিলতা।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির রাশির জাতক জাতিকার কর্মস্থলে লড়াই এড়িয়ে চলতে হবে। পদস্ত কর্মকর্তার সাথে মনমালিন্যে জড়িয়ে কর্মহানী হতে পারে। পিতার সাথে বিরোধ দেখা দেবে। আইনগত জটিলতায় সাবধান। ব্যবসায় অপ্রত্যাশিত সুযোগ আসবে। প্রবাসীদের দিনটি ঝামেলার। রাজনৈতিক ক্ষেত্রে দূর্ণাম কমাতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ধর্মীয় ও আতিন্দ্রীয় কাজের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে। মন শান্ত করা হবে কঠিন। বিদেশ থেকে ভাগ্য উন্নতির যে সুযোগ আশার কথা তা আসবে না।। বিদেশী ভাষা সংক্রান্ত কোনো জটিলতা ভোগাবে। শিক্ষকের বিমাতা সুলভ আচরনে মন ক্ষুন্ন হতে পারে।