সিয়েরা লিওনে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে ৯১ জন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে একটি তেল ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯১ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী ফ্রি-টাউনের উপকণ্ঠে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুরে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার জানিয়েছেন, ওয়েলিংটনের বাই বুরেহ রোডের পাশে একটি জ্বালানিবাহী ট্রাক অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পরে ওই বিস্ফোরণ হয়।

ফেসবুকে একটি বিবৃতিতে মেয়র আকি-সায়অর বিস্ফোরণে নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সিয়েরা লিওনের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির (এনডিএমএ) যোগাযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ ল্যামরানে বাহ সিএনএনকে বলেছেন, কর্তৃপক্ষ আহত ব্যক্তিদের হাসপাতালে স্থানান্তর করেছে এবং মৃতদেহ সংগ্রহ করেছে। বিস্ফোরণের ঘটনায় হতাহতদের উদ্ধার অভিযানও শেষ হয়েছে বলে জানান তিনি।