শনিবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। ৬ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর, শুক্রর প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৬, ১৫ ও ২৪। আপনার শুভ বর্ণ: সাদা ও লাল। শুভ গ্রহ ও বার: শুক্র ও মঙ্গল। শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল। আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য সাদা ও লাল রং সৌভাগ্য বয়ে আনতে পারে।

আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে শুভ সময় হলো: সকাল: ৭:৪৯, ১০:০১, ১২:১৩, ৩:০৮, বিকাল: ৩:৫২, ৫:২৩, রাত: ১:০৯, ৩:৪৫ এর মধ্যে।চন্দ্রাবস্থান: আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ২য়া তিথি রাত: ১১:২০ পর্যন্ত পরে ৩য়া তিথি চলবে। যে খাদ্য দ্রব্য পরিত্যাজ্য: জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাত: ১১:২০ এর মধ্যে বেগুণ পরে পটল খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার আর্থিক ঝুঁকি এড়িয়ে চলতে হবে। যন্ত্রপাতি মেরামত জনিত ব্যয় বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকবেন। রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। আইনগত জটিলতা থেকে সাবধান। পুরোন কোনো জটিলতার কারনে পুলিশী সাহায্য প্রয়োজন হতে পারে। মৃত আত্মীয়র সম্পত্তি লাভে আসবে অনাকাঙ্খীত বাধা।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক যোগাযোগে রহস্যজনক জটিলতা দেখা দেবে। সাংসারিক ব্যয় নিয়ে জীবন সাথীর সাথে হতে পারে ভুল বুঝাবুঝি। আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক হতে হবে। বড় অঙ্কের ধার বা বাকিতে পণ্য বিক্রয় করলে লোকশানের আশঙ্কা প্রবল। অংশিদারী ব্যবসায় বিবাদের আশঙ্কা।

মিথুন রাশি (২১ মে- ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার হটাৎ করেই সিজেনাল অসুখে ভোগান্তি হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতার সম্মূখীণ হতে হবে। অধিনস্ত কর্মচারীর সততার জন্য লোকশানের হাত থেকে রক্ষা পাবেন। অনৈতিক কর্মকান্ড এড়িয়ে চলতে হবে। বিদেশ থেকে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার বিদেশী কারো সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে সংসারে দেখা দেবে অশান্তি। সৃজনশীল কাজকর্মের জন্য বিদেশ থেকে আসবে সুযোগ। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। সন্তানের বিদেশ যাত্রার চেষ্টায় দেখা দেবে বাধা। মিডিয়ায় অভিনয় এর সুযোগ আসবে আপনার জীবনে।

সিংহ রাশি (২১ জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি রহস্যজনক স্বপ্ন পূরণের। পরিবারের সকলের সাথে দেখা দেবে ভুল বুঝাবুঝির। প্রভাবশালী আত্মীয়র কল্যাণে বিদেশে জীবীকার ব্যবস্থা হতে পারে। গৃহ আবাসন সংক্রান্ত বিষয়ে মায়ের সাথে ভুল বুঝাবুঝির কারনে কিছু জটিলতা হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে।

কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগে রহস্যজনক অগ্রগতি হবে। ব্যবসা বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার মাঝে মধ্যে ভোগাবে আজ। গার্মেন্টস ব্যবসায় বায়ারের সাথে কিছু জটিলতা দেখা দিতে পারে। ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। ই-কমার্স ব্যবসায়ীদের ব্যবসায় আর্থিক ঝামেলা হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার আর্থিক দিক ততোটা ভালো যাবে না। হটাৎ করেই সঙ্কটে পড়তে পারেন। আত্মীয় স্বজনের সাথে তিক্ততা দেখা দেবে। খুচরা ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় নিয়ে বিরোধে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। সাংসারিক জটিলতার কারনে হতে পারে উত্তপ্ত বাক্য বিনিময়।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি খুব একটা ভালো যাবে না। ব্যক্তি জীবনে দেখা দেবে ভুল বুঝাবুঝি। বয়স্কদের চক্ষু পীড়ায় ভোগান্তি বাড়বে। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে অহেতুক কলহে জড়িয়ে পড়তে পারেন। অংশিদারী বিষয় নিয়ে থাকবেন দুঃশ্চিন্তায়। কর্ম ক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো ষঢ়যন্ত্র তৈরী হতে পারে

ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল যাবে। আইনগত জটিলতার পেছনে অর্থ ব্যয় হবে। গোপন কোনো সম্পর্কের কারনে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায় রহস্যজনক ব্যয় হতে চলেছে। প্রবাসীদের কর্মস্থলে দেখা দেবে জটিলতা। আয় রোজগারের ক্ষেত্রে কিছু জটিলতার কারনে অর্থ দন্ড দিতে হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার অর্থ প্রাপ্তিতে অগ্রগতি। প্রবাসী বড় ভাই বোনের সাথে দেখা দেবে ভুল বুঝাবুঝি। রহস্যজনক আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে। রহস্যজনক বন্ধুদের সাহায্য পাবেন আজ। ঠিকাদারী কাজে প্রভাবশালী কর্মকর্তার গোপন সাহায্য লাভের যোগ। বকেয়া বেতন প্রাপ্তির যোগ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি কর্মক্ষেত্রে ভুল বুঝাবুঝির। চাকরিজীবীরা কোনো প্রকার জটিলতায় ভুগতে পারেন। প্রভাবশালী কর্মকর্তার সহায়তায় নতুন বদলীর সুযোগ আসবে। পিতার শারীরিক অবস্থা কিছুটা ভোগাবে। রাজনৈতিক ব্যক্তিদের দুর্ণাম ও বদনাম এড়িয়ে চলতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার ভাগ্য উন্নতিতে দেখা দেবে বাধা। জীবীকার প্রয়োজনে বিদেশ যাত্রায় বহু বাধা বিপত্তি দেখা দেবে। বিদ্যার্থীদের পড়াশোনায় রহস্যজনক ঘটনা ঘটবে। ধর্মীয় ও আধ্যাত্মীক ক্ষেত্রে কিছু অগ্রগতি হবে। কল্পনা প্রবণতার কারনে কিছু কিছু রহস্যজনক ঘটনা ঘটতে পারে আপনার সাথে।