১ টনের কুমড়া ফলিয়ে কৃষকের বিশ্ব রেকর্ড

১ টন ওজনের কুমড়া ফলিয়ে বিশ্ব রেকর্ড করলেন ইতালির এক কৃষক। বিশ্বের সবচেয়ে বেশি ওজনের এই কুমড়া গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।

স্তেফানো কাতরুপি নামের ওই কৃষক ইতালির তাসক্যানির বাসিন্দা। যার রাজধানী ফ্লোরেন্স শিল্পের রেনেসাঁর কেন্দ্র হিসেবে জগদ্বিখ্যাত। এবার সেখানেই কুমড়া ফলিয়ে ‘বিপ্লব’ আনলেন স্তেফানো। তার ফলানো কুমড়োটির ওজন ১ হাজার ২২৬ কেজি। অর্থাৎ ১ টনেরও বেশি ওজন সেটির!

কী করে করলেন এমন অসাধ্য সাধন? স্তেফোনা বলেণ, ‘না, এর কোনও গোপন মন্ত্র নেই। যখন কুমড়াটিকে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এমনিতে অত বড় কুমড়ার ওজন তো আগে থেকে আন্দাজ করা যায় না, যতক্ষণ না ওজন করে দেখা হচ্ছে। তবে কুমড়াটাকে স্পর্শ করেই আমি বুঝতে পেরেছিলাম নির্ঘাত বিশ্বরেকর্ড হতে চলেছে। আমি একেবারে নিশ্চিত ছিলাম।’

তবে স্তেফানো এই ধরনের কীর্তি আগেও গড়েছেন। ২০০৮ সাল থেকেই এই ধরনের অতিকায় ফল, সবজি ফলাতে শুরু করেন ওই কৃষক। গত সেপ্টেম্বরে ইতালির এক কুমড়ো উৎসবে সেটি প্রদর্শিত হয়। তখনই সেটি নজর কেড়েছিল সকলের। সেই সময়ই মনে করা হয়েছিল, বড় রেকর্ড গড়তে পারে এই অতিকায় কুমড়া।