রবিবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও ইউরেনাস। ৩১ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর ইউরেনাসের প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ৪, ১৩, ২২ ও ৩১। আপনার শুভ বর্ণ: লাল ও গোলাপী। শুভ গ্রহ ও বার: ইউরেনাস ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও গার্ণেট। আজকের দিনের শুভ বর্ণ: আজ লাল ও গোলাপী বর্ণের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।

আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৭:০৬ ও ৯:১৭, দুপর: ১২:১৪ ও ৩:০৮, বিকাল: ৩:৫২ ও ৪:৩৬, রাত: ৭:৫৬ ও ৯:৪০, ১২:১৭ ও ২:০১ পর্যন্ত। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। ১০মী তিথি সকাল: ১০:২০ পর্যন্ত পরে ১১শী তিথি চলবে। আজকের বর্জনীয় খাদ্য: আজ সকাল: ১০:২০ পর্যন্ত কলমি শাক পরে শিম খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): অপ্রত্যাশিত কোনো ঘটনার মধ্য দিয়েই দিনের শুরু হতে চলেছে। প্রেম ভালোবাসায় আজ হতে হবে সতর্ক। শিল্পী ও কলাকুশলীদের দিনটি ভালো আশা করা বৃথা। আপনার শৈল্পিক কর্ম চুরি হওয়ার আশঙ্কা প্রবল। সন্তানের মানসিক ও শারীরিক অবস্থা ভালো যাবে না। বিদ্যার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে হতে হবে সতর্ক।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): পারিবারিক জীবনে অনভিপ্রেত কোনো ঘটনা ঘটতে চলেছে। মায়ের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা প্রবল। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়িয়ে যেতে পারেন। আত্মীয়দের কারো অসুস্থতা বা মৃত্যু সংবাদ পেতে পারেন। যানবাহন ক্রয় বিক্রয়ে আজ লোকশান হতে পারে। নিজের উপর আস্থা হারাতে পারেন।

মিথুন রাশি (২১ মে- ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার ভাই বোনের সাথে দেখা দেবে মনমালিণ্য। প্রতিবেশীর সাথে সামান্ন বিষয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। আজ কোনো কারনে তথ্য বিভ্রাটের সম্মূখীন হতে পারেন। বিদেশ থেকে কাঙ্খীত সংবাদ লাভে দেখা দেবে বাধা। আপনার বিরুদ্ধে কেউ অপপ্রচার করতে চেষ্টা করবে।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার অর্থ ভাগ্য আজ অপ্রত্যাশিত। পাওনা টাকাও আজ আদায় করা হবে কঠিন। হটাৎ করেই আর্থিক সঙ্কটের সম্মূখীন হতে পারেন। ব্যবসায়ীরা কোনো পণ্য কিনতে গিয়ে আর্থিক ভাবে ক্ষতির শিকার হয়ে যাবেন। দালাল এড়িয়ে কাজ করতে হবে। অহেতুক কারো সাথে ঝামেলায় জাড়ানো ঠিক হবে না।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার ব্যক্তিজীবনে ঘটতে পারে অনাকাঙ্খীত কোনো ঘটনা। আপনি ভালো হয়ে চললেও জগতের সকলে কিন্তু ভালো নাও হতে পারে। কর্মস্থলে দেখা দেবে জটিলতা। অংশিদারী কাজের ক্ষেত্রে আশানুরুপ সাফল্য লাভের আশা নেই বললেই চলে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়নের আশঙ্কা প্রবল।

কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): কন্যার জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। পুরোন কোনো মামলা মোকর্দ্দমার কারনে জেল জরিমানার সম্মূখীন হতে পারেন। আদিভৌতিক কোনো বিলের জাতাকলে আজ পিষ্ট হওয়ার আশঙ্কা। দূরের যাত্রায় দেখা দেবে জটিলতা। প্রবাসীদের দিনটি খুব একটা ভালো যাবে না। অকারনেই কর্মহানির আশঙ্কা।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার বন্ধু ভাগ্য আজ তুলনামূলক বলবান থাকবে। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতির আশা। সাংসারিক জীবনে বড় ভাই বোনের সাহায্য পাবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে চলেছে। তবে দাম্পত্য ক্ষেত্রে আপনাকে আরো ধৈর্য্যশালী হতে হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার কর্মস্থলে আজ সাফল্য লাভের আশা। অপ্রত্যাশিত পদোন্নতি বা কর্ম পরিবর্তনের সুযোগকে দ্রুত গ্রহণ করতে হবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির দিন। প্রশাসনিক প্রভাবশালী ব্যক্তির সাহায্য প্রয়োজন হতে পারে। পিতার শারীরিক অবস্থার উন্নতি আশা করতে পারেন।

ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার চেষ্টায় অপ্রত্যাশিত অগ্রগতির আশা করতে পারেন। ধর্মীয় কাজে কিছু অর্থ ব্যয় হওয়ার দিন। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আজ আশানুরুপ সাফল্য লাভের দিন।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার দিনটি ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ বা লোকসানের। আপনাকে বুঝে শুনে ব্যয় করতে হবে। ব্যাক্তিগত ঋণের বোঝা বাড়িয়ে কোনো লাভ নেই। সতর্ক না হতে পারলে ঋণের জালে জড়িয়ে মান সম্মান হানির আশঙ্কা প্রবল। পুলিশী কোনো ঝামেলায় অর্থ ব্যয় হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার আজ সাংসারিক ক্ষেত্রে দেখা দেবে জটিলতা। অযথাই জীবন সাথীর সন্দেহের শিকার হতে পারেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে কোনো অপ্রত্যাশিত সংবাদ আপনার বিশ্বাসের জায়গাকে টালমাটাল করতে পারে। আজ সন্দেহ ও অবিশ্বাস আপনার মানসিক অবস্থাকে দূর্বল করে দেবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার কর্মজীবনে আজ নানা রকম প্রতিবন্ধকতা দেখা দেবে। সহকর্মীদের সাথে অকারনেই জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের দিনটি সতর্কতার সাথে ব্যবসা করার। অধিনস্ত কর্মচারী বা কাজের লোকের জন্য কোনো সমস্যা সৃষ্টি হতে চলেছে। মানসিক চাপ কমাতে পারলে আজ ভালো থাকতে পারবেন।