শুক্রবার দিনটি যেমন কাটবে আপনার

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। ২৯ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর চন্দ্রর প্রভাব প্রবল। আপনার শুভ সংখ্যা: ২, ১১, ২০ ও ২৯। আপনার শুভ বর্ণ: সাদা ও লাল। শুভ গ্রহ ও বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন রক্তপ্রবাল ও মুক্তা। আজকের দিনের শুভ রং: আজ সাদা ও লাল বর্ণের পোশাক পরিচ্ছদ আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে।

আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময়: ভোর: ৭:৪৯-৯:৫৯, দুপুর: ১২:১৩-৩:০৮, বিকাল: ৩:৫৩, ৫:২৭ রাত: ৬:১৩, ৯:৪১ ও ১২:১৮, ৩:৪৫। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। সকাল: ৯:৪৫ পর্যন্ত ৮মী পরে ৯মী তিথি চলবে। আজকের দিনে বর্জনিয় খাদ্য: আজ সকাল: ৯:৪৫ পর্যন্ত নারকেল পরে লাউ খাওয়া নিষেধ।

মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): পারিবারিক জীবনে আত্মীয় স্বজনদের সাহায্য সহযোগিতা প্রপ্তির দিন। স্থাবর সম্পত্তি ক্রয় সংক্রান্ত আলোচনা সফল হতে পারে। মায়ের স্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগ প্রবল। নিজের জন্য যানবাহন ক্রয় করার সুযোগ আসবে। ভাড়াটিয়ারা বহু দিনের পুরোন গৃহ ছাড়তে হবে। পাড়া প্রতিবেশীর সাহায্য পাওয়ার আশা।

বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): ছোট ভাই বোনের বিবাহ শাদীর আলোচনায় চলতে থাকা বাধা দূর হয়ে যাবে। বিদেশ থেকে আসবে ব্যবসায়ীক সংবাদ। অনলাইন ব্যবসায় আশানুরুপ লাভের আশা। কেনাকাটায় ডিসকাউন্ট পেতে পারেন। গৃহ সংক্রান্ত কাজে প্রতিবেশীর সাহায্য লাভ। বস্ত্র ও পোশাক ব্যবসায় অগ্রগতি হবে। গনমাধ্যম ব্যক্তিদের সম্মানিত হওয়ার দিন।

মিথুন রাশি (২১ মে- ২০ জুন): চলতে থাকা আর্থিক অনটনের অবশান আশা করতে পারেন। ধার দেওয়া টাকা ফেরত আসার সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রে প্রবাসী শ্যালক শ্যালিকার সাহায্য লাভ। খাদ্য পানিয় ও ঔষধের ব্যবসায় ভালো লাভ হবে। পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। দাতব্য কাজের সাথে যুক্ত হওয়ার দিন। কিছু অর্থ সঞ্চয়ের আশা রয়েছে।

কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): ব্যবসায়ীক ক্ষেত্রে আজ অগ্রগতি। অংশিদারী ব্যবসায় ভালো বেচাকেনা হতে চলেছে। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাবেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের বকেয়া কিছু টাকা আদায়ের আশা। চাকরিজীবীরা আর্থিক উন্নতির আশা করতে পারেন। বেসরকারী চাকরিজীবীরা কোনো জটিলতায় ভুগতে পারেন। আত্মীয় স্বজনের সাহায্য পাওয়ার আশা।

সিংহ রাশি (২১জুলাই- ২১ আগস্ট): আজ দূরের যাত্রা যোগ প্রবল। জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রার চেষ্টা সফল হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে পরিবহন ব্যয় বৃদ্ধি ভোগাবে। প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন। আর্থিক ক্ষেত্রে দিনটি ব্যয় বহুল থাকবে। গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ।

কন্যা রাশি (২২ আগস্ট- ২২ সেপ্টেম্বর): আজ বড় ভাই বোনের সাহায্য লাভের দিন। ব্যবসায়ীক ক্ষেত্রে অগ্রগতির যোগ। বকেয়া বিল আদায়ে সফল হতে পারবেন। বাড়তি আয়ের চেষ্টা সফল হবে। ব্যবসায় পুণঃঅর্থ বিনিয়োগের প্রয়োজন। বন্ধুর কাছ থেকে ভালো সংবাদ লাভের আশা। বন্ধুদের সাথে একত্রে ব্যবসা আরম্ভ করতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিন। সামাজিক ও সাঙ্গঠনিক দাতব্য কাজে অংশ নিতে হবে। সরকারী পদস্ত কর্মকর্তার সাহায্য সহযোগিতায় চাকরি লাভের যোগ। পিতার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে। রাজনৈতিক নেতাকর্মী ও সমাজ সেবকদের ব্যস্ততা বহুগুণে বাড়বে। পিতার আশীর্বাদ লাভের দিন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে থাকবেন ব্যস্ত। বিদেশে উচ্চ শিক্ষার প্রচেষ্টা সফল হবে। পারিবারিক জীবনে পিতার সাথে ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে। বৈদেশিক প্রতিষ্ঠানে কর্ম লাভের চেষ্টা সফল হতে পারে । বিধর্মীর সাহায্য আপনাকে বিদেশ বিভূয়ে রক্ষা করতে পারে। অতিন্দ্রীয় কাজে মানসিক প্রশান্তি লাভ।

ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): আর্থিক টানাপোড়ন ভোগাবে। দৈনন্দিন প্রয়োজনে কিছু টাকা ঋণ করার প্রয়োজন হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আত্মীয় বা বন্ধুর অসুস্থতার সংবাদ পেতে পারেন। পাওনাদারের সাথে লেনদেন চুকিয়ে নিতে হবে। ঝুঁকিপূর্ণ যাত্রা বা কাজে সতর্ক হতে চেষ্টা করুন। রাস্তাঘাটে পুলিশী হয়রাণির আশঙ্কা।

মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): দাম্পত্য সুখ শান্তির দিন। জীবন সাথীর জন্য কিছু অর্থ ব্যয় হবে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি আশা করা যায়। অংশিদারী ব্যবসা বাণিজ্যে আয় রোজগারের সম্ভাবনা। জীবন সাথীর সাথে বেড়াতে যেতে পারেন দূরে কোথাও। নব দম্পতিদের দিনটি বিভিন্ন যায়গায় ঘুড়ে ঘুড়ে কাটবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): দিনের শুরুতেই মানসিক অস্থিরতা ভোগাবে। বয়স্কদের শারীরিক অবস্থা ভালো যাবে না। সিজেনাল অসুখে ভোগান্তির আশঙ্কা। কাজের লোক বা কর্মচারীদের উপর কোনো কারনে হবেন বিরক্ত। পারিবারিক অশান্তি আপনাকে মানসিক ভাবে দূর্বল করে দেবে। ব্যবসায়ীক লেনদেনে আপনাকে আরো সতর্ক থাকতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): সন্তানের শারীরিক অবস্থার উন্নতি হবে। সৃজনশীল কাজ কর্মে চলতে থাকা বাধা দূর হতে চলেছে। অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পীদের অসমাপ্ত কাজগুলো শেষ করার ছেষ্টা চালিয়ে যেতে হবে। প্রেম ভালোবাসা ও ভাবাবেগের কারনে কোনো ভোগান্তিতে পড়তে পারেন। সন্তানের বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি হবে।