স্বামীর যৌ’নচাহিদা মেটাতে বিছানায় অন্য মহিলাদের আনেন মনিকা!

সারাদিন কাজের পরে রাতে আর যৌ’নতা করতে ইচ্ছা করে না। কিন্তু স্বামীর মধ্যে থাকে ভরপুর যৌ’নতা। স্বামীর চাহিদা মেটাতে এবার অন্য মহিলাদের বিছানায় নিয়ে আসেন এক যুবতী। (ছবি প্রতীকী)

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে, সুইডেনে বাসিন্দা বছর ৩৭ এর মনিকা হাল্ডট এই কথা জানিয়েছেন।

নাইট ক্লারে কাজ করেন মনিকা। তিনি জানান, সারাদিন পুরুষদের মধ্যেই কাটাতে হয় তাঁকে। অনেক যৌ’নতামূলক কথা তাঁকে উদ্দেশ্য করে আসে।

কিন্তু বাড়ি ফেরার পরে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন। স্বামীকে ছুঁয়েও পর্যন্ত দেখেন না। এতেই নাকি তাঁর স্বামী কিছুটা বিরক্ত বোধ করেন।

মনিকা জানান, সারাদিন নাইট ক্লাবে কাজ করতে করতে তাঁর কাছে যৌ’নতার মান অনেক কমে যাচ্ছে। সেক্স করার ইচ্ছাই এখন কম। কিন্তু তাই বলে সম্পর্কও তো বজায় রাখতে হবে বলে জানান ওই যুবতী। সমস্যা সমাধানের জন্য অন্য রাস্তা নিয়েছেন এই যুগল।

মনিকাই খোলসা করে বলেন, মাঝে মধ্যেই তাঁর স্বামী অন্য মহিলাদের সঙ্গে সহবাস করেন। সেই সব সম্পর্কে জানেন মনিকা নিজেই।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, এতে কোনও বাঁধা দিইনি আমি। আমার স্বামী থ্রিসাম করতে ভালোবাসেন। এটা আমি আগে থেকে জানতাম। বিছানায় শুধু অন্য মহিলার সঙ্গে স্বামীর যৌ’নতা নয়, তাতে অংশ নেন মনিকা নিজেও।

তবে অন্য পুরুষের সঙ্গে বিয়ের পরে যৌ’নসম্পর্ক করেননি মনিকা। তিনি জানান, আমি কেবল এক পুরুষেই বিশ্বাসী।