চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয় কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বারসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। স্বর্ণের বারগুলো পাঁচ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের বলে জানা গেছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, আজ শনিবার সকালে নিরাপত্তাকর্মী বেলাল উদ্দিনকে সন্দেহবশত তল্লাশি চালান সিভিল অ্যাভিয়েশনের গোয়েন্দারা। এ সময় বেলাল উদ্দিনের কোমরে বাঁধা তিনটি পুটলি থেকে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের বারগুলো সকালে টয়লেটে পেয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তাকর্মী বেলাল উদ্দিন। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বেলালকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।