রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া ৭ তরুণীর মধ্যে চারজনকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, উদ্ধার চার তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়েছিল।
পল্লবী থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ হয় তিন তরুণী। একই দিন মিরপুর থানা এলাকা থেকে নিখোঁজ হয় দুই তরুণী। এই থানা থেকে পরদিন নিখোঁজ হয় আরও দুই তরুণী।
ডিএমপির মিরপুর বিভাগ থেকে নিখোঁজ ৭ তরুণীর মধ্যে ৪ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার ৪ জনের মধ্যে দুজনকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে এবং অপর দুজনকে নেত্রকোণা থেকে সোমবার রাতে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, মিরপুর বিভাগে মোট সাতজন পৃথক দুই দিনে নিখোঁজ হয়েছিল।
তাদের মধ্যে চারজনকে সোমবার রাতে উদ্ধার করা হয়েছে। তারা প্রেমিকের হাত ধরে পালিয়েছিল। আর বাকি তিনজনকেও উদ্ধারের চেষ্টা চলছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র : ঢাকা টাইমস