গাজীপুরের টঙ্গীতে মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।
বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছার পর ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বগিগুলো উদ্ধারে রিলিফ ট্রেন আনা হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে। বগি লাইনচ্যুতের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।