কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে অজ্ঞাতনামা আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের লাশটি উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম। মারা যাওয়া যুবক স্থানীয় নাকি পর্যটক সে বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার পর সৈকেতর নাজিরারটেক পয়েন্ট এলাকা থেকে এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। লাশটি কক্সবাজার জেলা সদর হ্সাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শুক্রুবার দুপুর ১টা ও বিকেল ৩টার দিকে সী-গাল পয়েন্ট থেকে আরো দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনে সৈকত থেকে তিনজনের লাশ উদ্ধার হলো।
সূত্র : কালের কণ্ঠ