নতুন আইফোন বাজারে ছাড়ার দিনক্ষণ জানালো অ্যাপল

নতুন আইফোন বাজারে ছাড়ার দিনক্ষণ জানালো টেক জায়ান্ট অ্যাপল। ১৪ সেপ্টেম্বর মেগা ইভেন্টে উন্মোচন করা হবে নতুন আইফোন। বাংলাদেশের সময় রাত ১১ টায় শুরু হবে মূল অনুষ্ঠান। ওই অনুষ্ঠানেই নতুন প্রজন্মের আইফোন অবমুক্ত করা হবে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কোম্পানির অফিস অ্যাপল পার্কে হবে এই অনুষ্ঠান।

ওই দিনই আইফোন ১৩ মডেলের পাশাপাশি অ্যাপল ওয়াচ ৭ অবমুক্ত করা হবে। সম্প্রতি অ্যাপলের আইফোন ১৩ এর দাম প্রকাশ হয়েছে।

অ্যাপলের যেকোনও ফোনের দাম নিয়ে বিশ্বব্যাপী একটা কৌতূহল থাকেই। এবারও একই অবস্থা। সেজন্য অত্যন্ত সতর্ক অ্যাপল। তবে অতি সতর্ক হয়েও সম্ভবত শেষ রক্ষা হল না। অ্যাপল হাব নামের একটি ব্লগিং সাইট সাইট দাবি করছে, বাজারে আসার আগেই আইফোন ১৩ এর দাম ফাঁস করে দিয়েছে তারা।

১৪ সেপ্টেম্বর সম্ভবত আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি-এই চারটি মডেলের ফোন বাজারে আনতে চলেছে অ্যাপেল। তবে তার আগেই প্রকাশ্যে এল ফোনগুলোর দাম ও ফিচার।

আইফোন ১৩ মিনির দাম হতে পারে ৬৯৯ মার্কিন ডলার। আইফোন ১৩ এর দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার। আইফোন ১৩ প্রোর দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার। আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম হতে পারে ১,০৯৯ মার্কিন ডলার।