ব্রাহ্মণবাড়িয়ায় চুলার ধোঁ’য়া নিয়ে সংঘ’র্ষ, আ’হ’ত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রান্না করার চুলার ধোঁয়া নিয়ে দুইপ;ক্ষের সং;ঘ;র্ষে ২০ জন আ;হ;ত হয়েছে। উপজেলার কুন্ডা ইউনিয়নে গত বুধ ও বৃহস্পতি;বার এ সং;ঘ;র্ষের ঘ;টনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে ইদ্রিস মিয়ার স্ত্রী রুহেনা চুলায় রান্না করছিলেন। এ সময় চুলার ধোঁয়া প্রতিবেশী বাবরের বাড়িতে যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সং;ঘ;র্ষ; হয়। এতে না;রীসহ তি;নজন আ;হ;ত হন।

ঘটনার পর রুহেনা পাশেই বাবা আক্কাস আলীর বাড়িতে চলে যান। পরের দিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রুহেনা বাবার বাড়িতে অতর্কিতে হাম;লা করেন বাবরের লোকজন।

এ সময় গ্রামের লোকজন দুই পক্ষকে সম;র্থন করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আ;হত হয়। খবর পেয়ে পুলিশ ঘট;নাস্থলে গিয়ে সংঘ;র্ষ থা;মায়।

রুহেনা অ;ভিযো;গ করে বলেন, চুলার ধোঁয়া নিয়ে আমাকে বাবর আলীর দুই ছেলেসহ তাদের লোকজন মা;র;ধ;র করে। পরে ভয়ে আমি ;বা;বার বাড়িতে চলে যাই। সেখানে গিয়েও তারা আমাদের ওপর হা;ম;লা করে, আমাদের দুই বোনের; স্বর্ণাল;ঙ্কার ও টাকা লুট করে।বাব;র আলী পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, রান্নার চুলার ধোঁয়া নিয়ে আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে সং’ঘ’র্ষে উভয়’ পক্ষের ২০ জন সামা’ন্য আ’হ’ত’ হয়েছে। তবে এখন প’র্যন্ত কো’নো পক্ষই থানায় মামলা করেনি।