লঞ্চের ছাদে ডিজে পার্টি, বৈদ্যুতিক তারে জড়িয়ে দগ্ধ ১৫

পার্টি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে অন্তত ১৫ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (২৩ আগস্ট) সাড়ে ৯টার দিকে উপজেলার তিতাস নদীর দড়িকান্দি ব্রিজ এলাকায় মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স নামে একটি লঞ্চে এ দুর্ঘটনা ঘটে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস রাত ১২টার দিকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ‌‘স্থানীয় যুবকরা লঞ্চটি ভাড়া করেন। ডিজে গানের তালে লঞ্চটির ছাদে তারা নাচানাচির একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ হন। এ সময় তিনজন নদীতে পড়ে গেলে দুইজনকে উদ্ধার করে স্থানীয় জেলেরা। একজন নিখোঁজ রয়েছে বলে ধারণা স্থানীয়দের।’

‘জেলে ও স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে প্রথমে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কয়েকজনকে পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।’

এ সংবাদ পেয়ে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।