কুয়েতে আগুনে পু’ড়ে তিন প্রবাসী বাংলাদেশির মৃ’ত্যু

কুয়েতের আবদালি এলাকায় একটি কৃষি খামারে আগুন লেগে তিন বাংলাদেশির মৃ;ত্যু হয়েছে। আ;হ;ত হয়েছেন আরও পাঁচজন। শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষিকাজে নিয়োজিত প্রায় ২০ বাংলাদেশির আবাসস্থলে এই অ;গ্নিকা;ণ্ডের ঘটনা ঘটে।

আ;হত;দের চিকিৎসার জন্য দ্রু;ত হাসপাতালে পাঠানো হয়েছে। ম;র্মা;ন্তিক দুর্ঘ;ট;নার শি;কার বাংলাদেশি;দের বাড়ি সিলেট অঞ্চলে। খুরশিদ আলী (৪৮) গোয়াইনঘাট। তিনি ২০ বছর ধরে সেখানে কাজ করতেন।

কামাল উদ্দিন (৫১) জেলা মৌলভীবাজার, উপজেলা জুড়ি, গ্রাম মাগুরা। তিনি প্রায় ২ যুগ ধরে একই কোফিলের (মালিক) কাজ করতেন। মোহাম্মদ ইসলাম (৩২) জেলা সিলেট, কানাইঘাট, গ্রাম বাটিভারা ফইত। তিনি প্রায় ৬ বছর ধরে একই কোফিলের কাজ করতেন।

দুর্ঘ;ট;নার শি;কা;র ও প্রত্যক্ষদ;র্শীরা অগ্নি;কাণ্ডের সূত্র;পাত সম্প;র্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গ্যা;স কিং;বা বৈদ্যু;তি;ক শ;র্ট সা;র্কিট থেকে; আগু;নের সূ;ত্রপাত হতে পারে। অগ্নি;কা;ণ্ডের ঘ;টনায় ;আহ;;ত মোহাম্মদ আল;কাছ নামে এ;কজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দু;র্ঘট;নাস্থল পরিদর্শন করেছেন। ম;র;;দেহ দে;শে পাঠা;নো ও আ;হ;তদের প্র;য়োজনীয় সহ;যোগিতার আ;শ্বাস দিয়েছেন।