রাজধানীর বনানী থানায় করা মা’দক মামলায় চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুজনকেই নতুন করে রিমান্ডে নিতে আবেদন করা হবে বলে জানা গেছে।
আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। অভিযানকালে বাসাটি থেকে বিভিন্ন ধরনের মা’দকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাবের সদর দপ্তরে।
পরদিন র্যাব-১ বাদী হয়ে মা’দক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে। মামলার পর সেদিনই আদালতে হাজির করে পরীমনি ও তার সহযোগী দীপুর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ দুজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুজনকে আদালতে হাজির করে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে ফের রিমান্ডে নিতে আবেদন করা হবে বলে জানা গেছে।
সূত্র : ঢাকাটাইমস