দুই কোম্পানির টিকা মিলিয়ে নিলে বেশি সুরক্ষা!

মহামারি করোনা থেকে বাঁচতে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন মিলিয়ে টিকা নিলে কার্যকারিতা বেশি হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।

সেই তথ্য অনুযায়ী, একই টিকার দু’টি ডোজ নেওয়ার পরিবর্তে কোভিশিল্ড, কোভ্যাক্সিন মিলিয়ে নিলে সুরক্ষা বেশি হয়। অনেকেরই প্রথম ডোজে কোভিশিল্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজে আবার দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। কোথাও আবার প্রথমে কোভ্যাক্সিন এবং পরে কোভিশিল্ড দেওয়া হচ্ছে দেশটিতে।

সেই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ১৮ জনের ওপর পরীক্ষা চালিয়েছিল আইসিএমআর। তাতে প্রথম ডোজ হিসেবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার টিকা কোভিশিল্ড প দেওয়া হয়েছিল। ছ’সপ্তাহের ব্যবধানে দেওয়া হয়েছিল ভারত বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন। তারপর প্রাপ্য পরিসংখ্যানের তুলনা করা হয়।

আইসিএমআরের পক্ষ থেকে জানানো হয়েছে, গবেষণা প্রক্রিয়ায় ৯৮ জন স্বেচ্ছাসেবক ছিলেন। সদস্যদের কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল, করোনাভাইরাসের আলফা, বিটা এবং ডেল্টা প্রজাতির বিরুদ্ধে তাদের অ্যান্টিবডি বেশি ধরা পড়েছে।

করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সব ধরনের টিকাই কার্যকর। টিকা নিয়ে দ্বিধা কাটাতে এই গবেষণা সাহায্য করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম