নরমাল ডেলিভারিতে একসঙ্গে চার শিশুর জন্ম!

কুমিল্লার গোমতী হাসপাতালে নরমাল ডেলিভারিতে একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় জন্ম নেওয়া চার শিশুকে বর্তমানে কুমিল্লার মডার্ন হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।

জন্ম নেওয়া চারজনের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে শিশু রয়েছে। তবে তারা এখনো বিপদমুক্ত নয়। হাসপাতালটির গাইনি চিকিৎসক ডা. শাহিদা আক্তার রাখির তত্ত্বাবধানে স্বাভাবিকভাবেই চারশিশুর জন্ম হয়।

চার নবজাতকের বাবা জিল্লুর রহমান বলেন, ‘বর্তমানে হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগীকে নিয়ে গেলেই সিজার করে ফেলে। তবে ডা. শাহিদা আক্তার রাখি আমার স্ত্রীকে চেকআপ করে বলেন, বাচ্চাগুলোর পজিশন ঠিক আছে।

তিনি নরমাল ডেলিভারি করার জন্য বলেন। আমরাও রাজি হয়ে যাই। আল্লাহর রহমতে কোনও সমস্যা ছাড়াই চার সন্তানের বাবা হলাম। শিশুরা এনআইসিইউ আছে। আমি সবার দোয়া কামনা করছি।’

গাইনি ডাক্তার ডা. শাহিদা আক্তার রাখি বলেন, ‘স্বাভাবিকভাবে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। প্রসূতি সাদিয়া আক্তারও সুস্থ আছেন। কোনওরকম সিজার ছাড়াই নরমাল ডেলিভারিতে চারশিশুর জন্মের ঘটনা কুমিল্লায় এর আগে ঘটেছে কি না শুনিনি। তার আগে আমি একসঙ্গে তিন শিশুর নরমাল ডেলিভারি করেছি। আমি নিয়মিত তাদের খোঁজ খরব রাখছি। চার শিশুর মধ্যে প্রথম জনের ওজন প্রায় ১১০০ গ্রাম, দ্বিতীয় জনের ১০০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ৯০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ৮০০ গ্রাম।’