অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার দুই ডোজ গ্রহণকারী ৯৮ শতাংশ মানুষের শরীরে এন্টিবডি তৈরি হয়েছে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষকরা। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়া ২০৯ জনের ওপর পরিচালিত গবেষণায় এ ফলাফল উঠে আসে।
আজ বিএসএমএমইউর জনসংযোগ বিভাগের কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, অক্সফোর্ডের তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড দিয়ে বাংলাদেশ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ২০৯ জন টিকাগ্রহীতা স্বেচ্ছায় এ গবেষণায় অংশ নেন।
টিকা গ্রহণকারী বিএসএমএমইউর স্বাস্থ্য কর্মী, চিকিৎসক, নার্স ও সাধারণ মানুষের ওপর এ গবেষণা চালানো হয়। তাদের মধ্যে পূর্বে করোনা আক্রান্ত ছিল ৩১ ভাগ। গবেষণায় দেখা যায়, যারা পূর্বে করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যেই এন্টিবডি তৈরি হয়েছে বেশি। এ গবেষণা থেকে বাংলাদেশের জনগণের ওপর টিকা প্রয়োগের কার্যকর এন্টিবডি তৈরির প্রমাণ পাওয়া যায়।
বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। গবেষণা টিমের সদস্য ছিলেন প্রেভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রেভিসি (শিক্ষা) ডা. একেএম মোশাররফ হোসেন, হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. সালাহউদ্দিন শাহ।
সূত্র : মানবজমিন