সন্তানের দুধ কিনতে না পেরে কান্না করা সেই বাবার পাশে শত শত লোক

ঘরে ২২ দিন বয়সী শিশুসন্তান। কান্নায় ভেঙে পড়ছে খাবার না পেয়ে। বাবা সিএনজিচালক। তবে চলমান কঠোর লকডাউনে তার আয় বন্ধ। তাই সন্তানের দুধ কিনতে পারছেন না শাহ আলম। সন্তানের কান্না সহ্য করতে না পেরে লোকালয়ে নেমে পড়েছিলেন তিনি। যাকে পাচ্ছেন তার কাছেই অশ্রুচোখে সাহায্যের জন্য আবেদন করেন তিনি।

বিষয়টি নিয়ে গত ৭ জুলাই কালের কণ্ঠে ‘লকডাউনে এক অসহায় বাবার কান্না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পর পরই উপজেলা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ সারা দেশের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। ইতিমধ্যে সংবাদটি ২০ হাজার শেয়ার হয়েছে।

এখন ভালো আছে যশোরের শার্শা উপজেলা নিজামপুর ইউনিয়নের ছোট নিজামপুর গ্রামের সেই অসহায় বাবা সিএনজি চালক শাহ আলম। সিএনজি চালক শাহ আলম কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় গাড়ি চালাতে না পেরে ৪ সন্তান ও স্ত্রীকে নিয়ে পরিবারের খরচ চালাতে ব্যর্থ হয়ে পড়েন। এমনকি মাত্র ২২ দিন বয়সের সন্তানের দুধ কিনতেও বিপাকে পড়েন চালক শাহ আলম। এরপর নিজামপুর বাজারের কান্নারত অবস্থায় (টাকার জন্য) ঘুরে বেড়ান প্রিয়জনদের দ্বারে দ্বারে পাননি কোনো সহযোগিতা।

কালের কণ্ঠের সংবাদটি শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার দৃষ্টিগোচর হলে তিনি স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি দেখার নির্দেশ দেন। পাশাপাশি সংবাদটি প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ব্যাপক সাড়া জাগায় সারা দেশে। বিভিন্ন মাধ্যমে হাত বাড়ায় শাহ আলমকে সহযোগিতা করার জন্য। দেশ-বিদেশ থেকে অনেকে বিকাশে টাকা পাঠিয়েছেন। কেউ আবার তার সহযোগিতার জন্য বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছেন।

এ সময় কালের কণ্ঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিএনজি চালক শাহ আলম জানান, আমি ধন্যবাদ জানাই কালের কণ্ঠ পত্রিকাকে এবং তাদের সব সাংবাদিককে যারা আমার কষ্টের কথা তুলে ধরার পর আমি অনেক সহযোগিতা পেয়েছি। আমি বর্তমানে অনেক ভালো আছি।

তিনি আরো জানান, সংবাদ প্রকাশের পর আমাকে সহযোগিতায় বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ নিয়ে এগিয়ে আসেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য নজরুল ইসলাম, শার্শার উদ্ভাবক মিজানুর রহমান, স্থানীয় সাংবাদিক নয়ন খন্দকারসহ বিভিন্ন সামাজিক সংগঠন। বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ আমার সার্বিক খোঁজ খবর নিচ্ছেন।

সূত্র : কালের কণ্ঠ